শিরোনাম
◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৭ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফসান চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিকল্প বাংলাদেশের রাজনীতিতে নেই

খায়রুল আলম : সিনিয়র সাংবাদিক আফসান চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিকল্প বাংলাদেশের রাজনীতিতে আপাতত নেই। কারণ তিনি যে শক্তিশালী ও সাবলীল, এটি অন্য কোনো রাজনৈতিক ব্যক্তির মধ্যে দেখা যায় না। বাংলাদেশের রাজনৈতিক চরিত্রে শেখ হাসিনা যে সংগ্রাম করে উঠে এসেছেন এ সংগ্রামটি আর কাউকে করতে হয়নি। যার জন্য তিনি সফলও হয়েছেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আফসান চৌধুরী বলেন, শেখ হাসিনা দীর্ঘ বছর ধরে আওয়ামী লীগকে যেভাবে সামনে নিয়ে এসেছেন, এভাবে সামনে নিয়ে যাওয়ার মতো শক্তিশালী কেউ আছে বলে মনে হয় না। কারণ দলের সব নেতারাই শেখ হাসিনা নির্ভরশীল। তারা কোনো কথা বলতে গেলে বলেন, শেখ হাসিনা এটি বলেছেন, শেখ হাসিনা ওটা বলেছেন। নিজেদের কোনো কথা বলতে পারেন না। তাদের সাথে কথা বললে বোঝা যায়, শেখ হাসিনার বাইরে তাদের কোনো অস্তিত্ব নেই। কাজেই মনে হয় অন্যরা তার তুলনায় কিছুটা দুর্বল। তবে সবল হোক আর দুর্বল হোক শেখ হাসিনা নেতৃত্ব ছাড়লে কেউ না কেউ তো আসবেই। সেটা হতে পারে সজিব ওয়াজেদ জয়। বিএনপিতে খালেদা জিয়ার বিকল্প কেউ তৈরি হয়েছে? আমার মনে হয় হয়নি। যেটি আমরা দেখতে পাচ্ছি। তারেক জিয়াকে হয়তো তার বিকল্প ভাবা হয়, সে হয়তো কিছুটা বিকল্প হিসেবে তৈরি হয়েছে। তেমনি সজীব ওয়াজেদ জয়ও হয়তো শেখ হাসিনার বিকল্প হবে। তবে কোনো নেতৃত্বের বিকল্প তৈরি হয় না। এ রকম বড় নেতাদের বিকল্প হয় না কখনো। তাই বলে নেতৃত্ব থেমে থাকে, তা কিন্তু নয়। কেউ না কেউ নেতৃত্বে আসবেই। তবে খালেদা জিয়া না থাকার কারণে বিএনপি যেমন এলোমেলো হয়ে গেছে, তেমনি হয়তো শেখ হাসিনা না থাকলেও আওয়ামী লীগের অসুবিধা হওয়ার আশঙ্কা আছে। কারণ অন্য নেতার নেতৃত্বের অভ্যাস হচ্ছে না। তারা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে না। আমার মনে হয় শেখ হাসিনা যেভাবে দলকে সামলে রেখেছেন, এ রকম ক্ষমতা পরবর্তী সময়ে কোন নেতার আছে, সেটা দেখতে হবে। আসবে নিশ্চয়, তবে এখন পর্যন্ত সেরকম কাউকে দেখা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়