শিরোনাম
◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০১ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট দুর্নীতির বিনাশ হলে বড় দুর্নীতি বন্ধ হয়: দুদক চেয়ারম্যান

সমকাল : দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ছোট দুর্নীতি অঙ্কুরে বিনাশ করা গেলে বড় দুর্নীতির পথ বন্ধ হয়। অন্যথায় ছোট দুর্নীতি একসময় মহীরুহে পরিণত হয়, যা সমাজকে বিপন্ন করে ফেলে। তখন ওই দুর্নীতি উপড়ে ফেলা দুরূহ হয়ে পড়ে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ইউএস ন্যাশনাল সেন্টার ফর স্টেট অব কোর্টসের টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট লকারির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, অর্থ পাচারের মাধ্যমে শুধু সন্ত্রাসে অর্থায়ন হয় না, বরং দেশের পুঁজি পাচার হচ্ছে। এটা দেশের অর্থনৈতিক বিকাশে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের তদন্তকারী কর্মকর্তা, প্রসিকিউটর ও সংশ্নিষ্ট বিচারকদের প্রশিক্ষণের আহ্বান জানিয়ে তিনি প্রতিনিধি দলের উদ্দেশে বলেন, শুধু যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে তা নয়, বরং তাদের দক্ষ ব্যক্তিদের বাংলাদেশে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়।

তিনি আরও বলেন, দুদকের প্রয়োজন জ্ঞানের যাতে পদ্ধতিগত উন্নয়ন ঘটানো যায়। এ সংস্থার সবচেয়ে বড় প্রয়োজন দেশি-বিদেশি জ্ঞানের মিশ্রণের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়