শিরোনাম
◈ শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের শেষ চারে জায়গা পাকা ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০১ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট দুর্নীতির বিনাশ হলে বড় দুর্নীতি বন্ধ হয়: দুদক চেয়ারম্যান

সমকাল : দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ছোট দুর্নীতি অঙ্কুরে বিনাশ করা গেলে বড় দুর্নীতির পথ বন্ধ হয়। অন্যথায় ছোট দুর্নীতি একসময় মহীরুহে পরিণত হয়, যা সমাজকে বিপন্ন করে ফেলে। তখন ওই দুর্নীতি উপড়ে ফেলা দুরূহ হয়ে পড়ে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ইউএস ন্যাশনাল সেন্টার ফর স্টেট অব কোর্টসের টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট লকারির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, অর্থ পাচারের মাধ্যমে শুধু সন্ত্রাসে অর্থায়ন হয় না, বরং দেশের পুঁজি পাচার হচ্ছে। এটা দেশের অর্থনৈতিক বিকাশে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের তদন্তকারী কর্মকর্তা, প্রসিকিউটর ও সংশ্নিষ্ট বিচারকদের প্রশিক্ষণের আহ্বান জানিয়ে তিনি প্রতিনিধি দলের উদ্দেশে বলেন, শুধু যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে তা নয়, বরং তাদের দক্ষ ব্যক্তিদের বাংলাদেশে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়।

তিনি আরও বলেন, দুদকের প্রয়োজন জ্ঞানের যাতে পদ্ধতিগত উন্নয়ন ঘটানো যায়। এ সংস্থার সবচেয়ে বড় প্রয়োজন দেশি-বিদেশি জ্ঞানের মিশ্রণের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়