শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলিতে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

বাংলা ট্রিবিউন  :  দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী ১৮ই মার্চ দ্বিতীয় ধাপে হাকিমপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত এক জন চেয়ারম্যান, এক জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও এক জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র নিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হারুন উর রশীদ হারুন। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থক সোহরাফ হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনে আরা ফেন্সি, বিএনপির উপজেলা মহিলা দলের সভাপতি পারুল নাহার ও একই দলের সদস্য আকতারা চৌধুরী মনোনয়নপত্র তুলেছেন। আকতারা চৌধুরী বিগত নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন।
হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেছ আলী  বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে একজন এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জনসহ মোট পাঁচ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী ১৮ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করা যাবে। সেদিনই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। আগামী ১৮ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, হাকিমপুর উপজেলায় মোট ভোটার রয়েছেন ৬৯ হাজার ৮৫২ জন। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৩৫ হাজার ৫৯ জন রবং পুরুষ ভোটার ৩৪ হাজার ৭৯৩ জন। কেন্দ্র মোট ২৫টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়