শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলিতে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

বাংলা ট্রিবিউন  :  দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী ১৮ই মার্চ দ্বিতীয় ধাপে হাকিমপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত এক জন চেয়ারম্যান, এক জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও এক জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র নিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হারুন উর রশীদ হারুন। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থক সোহরাফ হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনে আরা ফেন্সি, বিএনপির উপজেলা মহিলা দলের সভাপতি পারুল নাহার ও একই দলের সদস্য আকতারা চৌধুরী মনোনয়নপত্র তুলেছেন। আকতারা চৌধুরী বিগত নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন।
হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেছ আলী  বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে একজন এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জনসহ মোট পাঁচ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী ১৮ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করা যাবে। সেদিনই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। আগামী ১৮ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, হাকিমপুর উপজেলায় মোট ভোটার রয়েছেন ৬৯ হাজার ৮৫২ জন। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৩৫ হাজার ৫৯ জন রবং পুরুষ ভোটার ৩৪ হাজার ৭৯৩ জন। কেন্দ্র মোট ২৫টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়