শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৫ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে প্রক্টরসহ আহত ১০

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাবি কেন্দ্রীয় খেলার মাঠে এ সংঘর্ষ ঘটে।

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, তিনি আহত হলেও আঘাত গুরুতর নয়। তিনি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল ক্যাম্পাসে বসন্ত বরণ উপলক্ষে স্ত্রীকে নিয়ে বেড়াতে যান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল তার অনুসারীদের নিয়ে সেখানে উপস্থিত হন। এসময় সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজীব আহমেদ রাসেলকে মারধর করেন আবু সুফিয়ান চঞ্চল।

এ খবর জানাজানি হলে চঞ্চলের হল শহীদ সালাম-বরকত হলে জড়ো হন রাসেলের অনুসারীরা। হলের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে হাজির হন। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগে সালাম-বরকত হলের সামনেই চঞ্চলকে মারধর করেছিলেন রাসেল। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়