তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নীচে কাটা পড়ে আবু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়েস্টেশনে এ ঘটনা ঘটে। সে শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আবু মিয়া স্টেশনের ভিতরে ১ নং লাইন থেকে ৪ নং লাইনে যাওয়ার জন্য স্টেশসনে অবস্থানরত ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ২ বগির মাঝখান দিয়ে পারাপারের সময় হঠাৎ ট্রেনটি ছেড়ে দিলে সে ট্রেনের নীচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।