শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৭ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাইফেলস কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : গত মঙ্গলবার ১২ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তর, পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ-এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কিউ এম শামছুল হক, এসজিপি,এমসিপিএস,এমপিএইচ,এমফিল এবং অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন তার পত্নী লে. কর্নেল সাবিনা ইয়াসমিন। বর্ডার গার্ড ক্রীড়া বোর্ড মাঠে বিজিবিতে কর্মরত কর্মকর্তা,বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুল সংখ্যক অতিথি ও দর্শক সমাগম হয়।

হাউস, ইউনিট প্যারেড এবং বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সকলকে মুগ্ধ করে তোলে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অলিম্পিক মশাল প্রজ্জ্বলন, সুশৃঙ্খল প্যারেড, স্কুল শাখার ছাত্রিদের অংশগ্রহণে মনোজ্ঞ মাঠ ডিসপ্লে এবং ক্রীড়া ডিসপ্লে প্রদর্শনী। ‘সুস্থ দেহে সুন্দর মন, খেলার মাধ্যমে মৈত্রীর বন্ধন’ এই মূলমন্ত্র ধারণ করে ৭৯টি ইভেন্টে ৪,০০০ (চার হাজার) ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় ১২ টি গ্রুপের বিজয়ীদের মাঝে ৮৫টি পদক বিতরণ করা হয়।

এছাড়া শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার ও হাউস প্যারেডে অংশগ্রহণকারী হাউসগুলির মধ্যে চ্যাম্পিয়ান ও রানার-আপ ট্রফি প্রদান করা হয়। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হাউস এবং রানার-আপ হয় ড. কুদরত-ই-খুদা হাউস। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল হাফেজ মোহাম্মদ জোনায়েদ আহাম্মদ, এইসি, সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের পক্ষ হতে প্রতিষ্ঠানের এই আয়োজনে উপস্থিত অভিভাবক ও অভ্যাগত সুধীজনদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়