জাকির তালুকদার : তখন আমি নতুন লেখক। কয়েকটি পত্রিকায় লেখা ছাপা হয়েছে। বইও একটা হয়েছে। ‘স্বপ্নযাত্রা কিংবা উদ্বাস্তুপুরাণ’। লেখকরা কেউ কেউ চেনেন। তবে টিভির লোক বা পত্রিকাওয়ালারা কেউই চেনেন না আমাকে। আমি মেলার মধ্যে কুণ্ঠিতভাবে চাতকের মতো ঘুরি। যদি পরিচিত কারো সাথে দেখা হয় তার সাথে সেঁটে যাই। ব্যস্তসমস্ত পায়ে কবি-লেখকদের ছুটে যেতে দেখি এদিক-ওদিক। অভিজাত(!) লিটল ম্যাগাজিনের সম্পাদকরাও আমাকে চেনে না, নামও জানে না। কারো সাথে হয়তো কথা বলছি, লিটল ম্যাগ সম্পাদক তার কাছে লেখা চান, লেখার জন্য তাগাদা দেন। আমার দিকে তাকানই না। দেখি টেলিভিশন ক্যামেরায় সাক্ষাৎকার দিচ্ছেন কবিরা, কথাসাহিত্যিকরা। আমাকে কেউ ডাকে না। ডাকার প্রশ্নই ওঠে না। আর নিজে গিয়ে পরিচয় দেবার সাহস বা আত্মমর্যাদাহীনতা— কোনোটাই ছিলো না।
বছরের পর বছর এভাবেই কেটেছে। আমাদের তুলনায় বর্তমানের নতুন লেখকরা অনেক আগেই মিডিয়াতে কথা বলতে পারছেন মেলায়। যারা এখনো ডাক পাননি, বা পান না, তাদের অনুরোধ করি, ধৈর্য ধরুন। আর নিজের লেখাকে শাণিত করুন। ফেসবুক থেকে