মাহফুজ নান্টু: হ্যাচারিতে চাষ করা ঘেরে মাছ ধরার জন্য জাল ফেলে জেলেরা। আর সে জালে মাছের পরিবর্তে পাড়ে উঠে আসলো যুবকের লাশ। আর এই যুবকটিই দীর্ঘদিন ধরে মাছ চাষের জন্য হ্যাচারীতে কাজ করতো।গতকাল বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার একতা হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
হতভাগ্য যুবকের নাম মো. আল আমিন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গতি আসাম গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে মৎস শ্রমিক ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
সূত্র জানায়, একতা হ্যাচারীর কর্মচারী মো.আল আমিনকে রোববার রাত ৮টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সোমবার দুপুরে হ্যাচারীর মালিক বেলাল হোসেন তার মৎস খামারে জাল ফেললে আল আমিনকে মৃত অবস্থায় জালে উঠে।
এদিকে ওই ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ওই হ্যাচারীতে আল আমিন ছাড়াও আরো ৬/৭ জন শ্রমিক কাজ করে।
হ্যাচারীর মালিক বেলাল উদ্দিন জানান, আল আমিন অসুস্থ্য ছিল। তার পেটের অসুখে ভুগছিলো। গত রোববার রাত ৮টা থেকে সে নিখোঁজ হয়। গতকাল সোমবার হ্যাচারির পুকুরে মাছ মারার জালে তাকে মৃত. অবস্থায় উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আনোয়ার জানান, আল আমিনের মরদেহের ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে, রিপোর্ট আসার পর জানা যাবে কিভাবে আল আমিনের মৃত্যু হয়েছে।