আব্দুর রাজ্জাক : ‘আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে এখনো কোন নির্দেশনা পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা ছাড়া সেখান থেকে কোন সৈন্য প্রত্যাহার করা হবে না।’ গত সোমবার আফগানিস্তানে আকস্মিক সফরে গিয়ে এ কথা বলেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। আল-জাজিরা, ওয়াশিংটন টাইমস
আফগানিস্তানের সশস্ত্র দল তালেবানের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীকে সহায়তা করতে সেখানে ১৪ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। মার্কিন সৈন্যদের সঙ্গে সাক্ষাত করতে ও আফগান উচ্চপদস্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেশটি সফরে গেছেন শানাহান।
তালেবানের সঙ্গে আসন্ন শান্তিচুক্তির আগেই আফগানিস্তান থেকে শিগগিরই অর্ধেক মার্কিন সৈন্য সরিয়ে নেয়া হচ্ছে বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এখনো সৈন্য প্রত্যাহার নিয়ে কোন নির্দেশনা যেমন পাওয়া যায়নি তেমনি কোন সময়সীমাও প্রতিরক্ষা বিভাগকে জানানো হয়নি বলে শানাহান মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের নিজস্ব নিরাপত্তার স্বার্থে এবং এ এলাকার স্থিতাবস্থা বজায় রাখতে আফগানিস্তানে মার্কিন সৈন্য মোতায়েন রাখার প্রয়োজন রয়েছে। গত মাসে পেন্টাগনের দায়িত্ব গ্রহণ করা এই কর্মকর্তা প্রথম সফরেই এ দাবি করেছেন বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।