শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৯ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী দিবসে মুক্তি পাচ্ছে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

বিনোদন প্রতিবেদ: অবশেষে মুক্তি পাচ্ছে গায়ক, অভিনেতা তাহসান অভিনীত ‘যদি একদিন’। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া আগামী ৮ মার্চ (নারী দিবস) উপলক্ষ্যে মুক্তি দিচ্ছেন। ছবিত তাহসানের বিপরীতে দেখা যাবে কলকাতা নায়িকা শ্রাবন্তীকে।

ছবিটি পরিচালনা করেছেন প্রজাপতি খ্যাত নির্মাতা মোস্তফা কামাল রাজ। ছবিটি নিয়ে নির্মাতা বলেন, ‘শতভাগ পরিকল্পনা করে সিনেমাটি নির্মাণ করেছি। ছবির গল্পে কোথাও গ্যাপ রাখা হয়নি। ছবিটি নিয়ে আমি নিজেও খুব এক্সাইটেড। কোথাও কোনো খুঁত রাখিনি’।

‘যদি একদিন’ নিয়ে তাহসান বলেন, আমি বরাবরই দর্শকদের মাঝে ভিন্ন কিছু উপহার দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমি এই ছবিটিতে কাজ করেছি। তবে আমি সবসময় চেষ্টা করি আমার কাজটি যেন সারা বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি।

এর আগে ছবিটির বিনা কর্তনে সেন্সর হয় চলতি বছরের ৩১ জানুয়ারি। এ ছবিতে তাহসান-শ্রাবন্তী ছাড়াও ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ প্রমুখ। ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস।

ছবিটির মুক্তির আগেই ইউটিউবে তাহসান-কোনালের গাওয়া একটি গান এবং হৃদয় খানের একটি গান ও টিজার প্রকাশ হয়েছে। সবগুলোই দর্শক প্রশংসানীয় হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়