মঈন মোশাররফ : ব্র্যাক বিশ্ববিদ্যারয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী একাত্তরের পর সবচেয়ে সফল প্রধানমন্ত্রী। তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং তার সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু তার পাশে বসে আছে আমলাতন্ত্র। আমাদের রাজনীতি অনেকটা এখন সিলেকশন নির্ভর ।
পছন্দের লোককে সিলেকশন করা হয়। এখন এই সিলেকশন নির্ভরতা সফল করতে হলে প্রয়োজন পড়ে উন্নয়নের। এই উন্নয়নতো আমলাদের হাতে। সেখানে রাজনীতিবিদদের কোনো হাত নেই। ফলে দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু দুর্বল হয়ে পড়েছে। রোববার ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, ‘৭১ এর পর সবচেয়ে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ তবে আমলা নির্ভরতায় দুর্বল হয়ে পড়েছে তাঁর দল।
তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে আমলাতন্ত্রের প্রভাব বাড়ার বিষয়টি আরো স্পষ্ট হয়েছে। আর বিএনপি যেহেতু গত ১০ বছর ধরে ক্ষমতার বাইরে, তাই আমলাতন্ত্রে তাদের তেমন অবস্থান আর আছে বলে মনে হয় না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনীতির নিয়ন্ত্রণ রাজনীতিবিদদের হাতেই ছিলো। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। গত ২০-২৫ বছর ধরে রাজনীতিবিদরা নিজেরাই নির্ভরশীলতা হচ্ছেন আমলাতন্ত্রের ওপরে।
তিনি আরো বলেন, আমলারা অনেক ক্ষমতাধর। তারা প্রশিক্ষিত। শাসনামলের পরিবর্তন হলেও তাদের কোনো পরিবর্তন হয়না । আর এটা বেসামরিক ও সামরিক দুই ধরনের আমলাদের জন্যই প্রযোজ্য এক এগারোর পর ২০০৮ সালের নির্বাচনের পর কিন্তু জেনারেল মঈন ইউ আহমেদই সেনাপ্রধান ছিলেন ।
তিনি জানান, বিএনপি ১০ বছর ধরে ক্ষমতার বাইরে থাকায় আমলাতন্ত্রেতে তার লোক নেই। তাদেরতো অসনুসারী সৃষ্টি হচ্ছে না। আমলাতন্ত্রের ভেতরে তার লোক থাকবে সেটাইতো সম্ভব হচ্ছে না । রাজনৈতিক রাষ্ট্র না, অনেক বেশি আমলাতান্ত্রিক রাষ্টের দিকে যাচ্ছি আমরা।