শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৮ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮৪ কেজি কয়েনসহ মা-মেয়ে গ্রেফতার

বিডিমর্নিং :  যশোরে ১৮৪ কেজি কয়েনসহ ২ জন যশোর উপশহরের নিউমার্কেট এলাকায় ইউএস বাংলা কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১৮৪ কেজি বাংলাদেশি কয়েনসহ মা-মেয়েকে আটক করা হয়েছে। এর মধ্যে ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কয়েন রয়েছে।

শুক্রবার দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৯ বিজিবি) একটি টহল দল এই অভিযান চালায়। তবে কী কারণে এসব কয়েন সেখানে আনা হয় তা জানা যায়নি।

আটককৃতরা হলেন নিউ মার্কেট এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী সুলতানা পারভীন বেবী (৩৮) ও মেয়ে সুমাইয়া সুলতানা (১৬)।

‌এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে যশোর শহরের নিউমার্কেট থেকে নগদ ১৮৪ কেজি বাংলাদেশি কয়েনসহ দুই জনকে আটক করা হয়।

কয়েনসহ আটককৃতদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়