শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৮ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮৪ কেজি কয়েনসহ মা-মেয়ে গ্রেফতার

বিডিমর্নিং :  যশোরে ১৮৪ কেজি কয়েনসহ ২ জন যশোর উপশহরের নিউমার্কেট এলাকায় ইউএস বাংলা কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১৮৪ কেজি বাংলাদেশি কয়েনসহ মা-মেয়েকে আটক করা হয়েছে। এর মধ্যে ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কয়েন রয়েছে।

শুক্রবার দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৯ বিজিবি) একটি টহল দল এই অভিযান চালায়। তবে কী কারণে এসব কয়েন সেখানে আনা হয় তা জানা যায়নি।

আটককৃতরা হলেন নিউ মার্কেট এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী সুলতানা পারভীন বেবী (৩৮) ও মেয়ে সুমাইয়া সুলতানা (১৬)।

‌এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে যশোর শহরের নিউমার্কেট থেকে নগদ ১৮৪ কেজি বাংলাদেশি কয়েনসহ দুই জনকে আটক করা হয়।

কয়েনসহ আটককৃতদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়