হ্যাপি আক্তার : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ ফি বাবাদ ২’শ টাকা নেয়া হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে। অথচ এ বিষয়ে কোনো আইন নেই। কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের কল্যাণেই এ টাকা খরচ করা হয়। তবে তা মানতে নারাজ শিক্ষার্থীরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিগগিরই আন্দোলনে নামবেন বলছে তারা। চ্যানেল ২৪।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি রসিদে ছাত্র সংসদ ফি ২’শ টাকা লেখা থাকলেও এ বিষয়ে নেই কোনো আইন। শিক্ষাথীরা বলছেন, সেশনজট, আবাসন সংকট ও পরিবহন সংকটসহ নানা সমস্যায় ভুগছেন তারা। এ অবস্থায় দ্রুত ছাত্র সংসদে নির্বাচনের দাবি তাদের।
তারা বলছেন, ছাত্র সংসদের কোনো কার্যক্রম এই বিশ্ববিদ্যালয়ে চালু নেই। যেহেতু ফি নিচ্ছে তাই ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত।
ফি নেয়ার বিষয়ে কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের কল্যাণেই তা ব্যবহার করা হয়। তাছাড়া ছাত্র সংসদ নির্বাচন সময় সাপেক্ষ বলেও মনে করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তাবিউর রহমান প্রধান বলেছেন, ছাত্রদের কাছ থেকে যে ফি নেয়া হচ্ছে, এটি অভ্যন্তরীণ আয় হিসেবে দেখানো হয়। সেক্ষেত্রে কোনো সুযোগ নেই অন্য খাতে ব্যয় বা ব্যবহার করা। যে কারণে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে চাইলেও করা যাবে না।
২০০৮ সালে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী সংখ্যা ১০ হাজার ৯৪৭ জন। সম্পাদনা : জামাল