শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০১ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেরোবি’র ছাত্র সংসদ নির্বাচনের জন্য শিগগিরই আন্দোলনে নামবে ছাত্ররা

হ্যাপি আক্তার : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ ফি বাবাদ ২’শ টাকা নেয়া হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে। অথচ এ বিষয়ে কোনো আইন নেই। কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের কল্যাণেই এ টাকা খরচ করা হয়। তবে তা মানতে নারাজ শিক্ষার্থীরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিগগিরই আন্দোলনে নামবেন বলছে তারা। চ্যানেল ২৪।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি রসিদে ছাত্র সংসদ ফি ২’শ টাকা লেখা থাকলেও এ বিষয়ে নেই কোনো আইন। শিক্ষাথীরা বলছেন, সেশনজট, আবাসন সংকট ও পরিবহন সংকটসহ নানা সমস্যায় ভুগছেন তারা। এ অবস্থায় দ্রুত ছাত্র সংসদে নির্বাচনের দাবি তাদের।
তারা বলছেন, ছাত্র সংসদের কোনো কার্যক্রম এই বিশ্ববিদ্যালয়ে চালু নেই। যেহেতু ফি নিচ্ছে তাই ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত।

ফি নেয়ার বিষয়ে কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের কল্যাণেই তা ব্যবহার করা হয়। তাছাড়া ছাত্র সংসদ নির্বাচন সময় সাপেক্ষ বলেও মনে করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তাবিউর রহমান প্রধান বলেছেন, ছাত্রদের কাছ থেকে যে ফি নেয়া হচ্ছে, এটি অভ্যন্তরীণ আয় হিসেবে দেখানো হয়। সেক্ষেত্রে কোনো সুযোগ নেই অন্য খাতে ব্যয় বা ব্যবহার করা। যে কারণে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে চাইলেও করা যাবে না।

২০০৮ সালে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী সংখ্যা ১০ হাজার ৯৪৭ জন। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়