শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটি কামড়ে পড়ে থাকার নাম জীবন নয়

সাবিনা শারমিন : বিয়ের আগে পাত্র-পাত্রীদের পরিবার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিন :
বিয়ের প্রশিক্ষণ : ছয় মাস, বাবা হওয়ার প্রশিক্ষণ : এক বছর, স্বামী হওয়ার প্রশিক্ষণ : নয় মাস, স্ত্রী হওয়ার প্রশিক্ষণ : ছয় মাস।
শৈশব, কৈশোর পেরিয়ে একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন নারী-পুরুষ একজন আরেকজনের ওপর নির্ভর করে ঘর বাঁধে। কিন্তু এই যে এতোগুলো বয়স পার করে এসে তারা একে অপরের হলো, সেখানে তো জীবনের অনেকগুলো পথ পাড়ি দিয়েই উভয়কে আসতে হয়েছে তাই না? সেখানে উভয়ের ফেলে আসা বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পারিবারিক মূল্যবোধ, স্কুল-কলেজ, বন্ধু সবকিছুই দু’জনের পৃথক। অনেক সময় দেখা যায় বয়স এবং পারিবারিক সাংস্কৃতিক, অর্থনৈতিক অবস্থারও অবস্থান অসম।
পরিচিত হোক আর অপরিচিতই হোক দু’জন মানুষের একসাথে সহযাত্রী হওয়া চাট্টিখানি কথা নয়। এখানে সম্পর্ক তেঁতো করে যে কোনো মূল্যে টিকিয়ে রাখাও বড় কথা নয়। মাটি কামড়ে পড়ে থাকার নাম জীবন নয়। বিয়ের আগে যেটি রোমাঞ্চকর মনে হয়েছিলো, সে সম্পর্ক বিয়ের পর মিশম্যাচ মনে হলে কাদা ছোড়াছুড়ি না করে উভয়ের আত্মীয়-স্বজন ডেকে যেভাবে অনুষ্ঠান করে বিয়ে পড়ানো হয়েছিলো, তেমনিভাবে উভয়েই উভয়ের সম্মান বজায় রেখে সম্পর্কের ইতি টানা উচিত। কোনোভাবেই কেউ কারো আত্মমর্যাদায় আঘাত দেয়া উচিত নয়।
সংসারে একপক্ষ যদি ভাবে অন্যপক্ষ সে তার পার্টনারের চেয়ে বেশি যোগ্য এবং সে কারণে সে বেশি মর্যাদা প্রাপ্য এবং অপর পক্ষ যদি ভাবে যে সংসারে তার অবদান বেশি এ কারণে সে সুপিরিয়র তাহলে সে সম্পর্কে একে অপরের কাছে চিরকালই শত্রু। তাই পারস্পারিক শ্রদ্ধাবোধ না থাকলে সংসারে নতুন সদস্য আনার আগে ভাবতে হবে। একবার নয়। বারবার ভাবতে হবে। তাই বাবা-মা হবার আগে এবং বিয়ের আগে প্রশিক্ষণ গ্রহণ করার সংস্কৃতি শুরু করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়