ব্রাত্য রাইসু : আমি যে আপনাদের সঙ্গে কথা বলি এটা আমার বিনয়, তা যেভাবেই বলি না কেন। বড় প্রতিভার সঙ্গ হচ্ছে ইতিহাস। মানে তার বর্তমানটাই আপনাদের ভবিষ্যৎ ইতিহাস এবং আমি একজন বড় প্রতিভা। কারণ আমি আপনাদের সোসাইটি ও সাহিত্যকে পরিবর্তন করে দিচ্ছি, পলিটিক্স যা করতে অপারগ। আমি সাহিত্যের যে মন বা অবধারণ তার দ্রুত বদল ঘটাচ্ছি, বাংলায়। বিবেচক হন, ক্ষমতার অন্ধকার দিয়ে প্রতিভার মূল্য বিচার করতে বসেন না।
এখানে যা বললাম তা কোনো পাগলামী, ছাগলামী, গর্ব বা গৌরব কিছু নয়। এগুলো চূড়ান্ত বিনয়ের নিদর্শন। পাঠকদের লেখকদের প্রতি বিনয়, ন¤্রতা ও শ্রদ্ধা শেখানোই এসব বলার কারণ। সব মানুষ সমান নয়, লেখক আর সাধারণ মানুষ এক নয়। যিনি বলবেন আর যিনি শুনবেন তারা দুজন দুই। সব মানুষকে সমান করে দেখার অপর নাম শ্রেণিবৈষম্য। তাতে ব্যক্তিমানুষের সামাজিক মূল্যকে অস্বীকার করা হয়। প্রিয় লেখকদের প্রকাশ্যেই ভক্তি করতে শিখুন হে সাধারণরা। ফেসবুক থেকে