স্পোর্টস ডেস্ক : ফরিদপুর থেকে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস খেলা দেখতে এসেছিলেন সাকিব ভক্ত। নজর কাড়তে সাকিবের ছবি ছাপানো বিরাট এক ব্যানার নিয়ে হাজির হয়েছেন মাঠে। লক্ষ্য সাকিবের চোখে পড়া, একবার ছুঁয়ে দেখা। ম্যাচ শেষে সাকিব বাসে চড়ায় স্বপ্ন পূরণ হয়নি। তাই কাঁদছিলেন। কিন্তু সাকিব তা শোনার পর নেমে আসলেন বাস থেকে, শুধু হাত ধরলেন না। কাছে ডেকে ছবি তুললেন। দোয়া চাইলেন ভক্তের কাছে। আর ভক্ত তো হতবিহ্বল। এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়া।
এদিকে, বিপিএলের ৬ষ্ঠ আসরের ফাইনাল শুক্রবার। গত পাঁচ আসরে তিনবার চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে একবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হবে। এবারের আসরে ঢাকা যেনো ধুঁকতে ধুঁকতে ফাইনালে এসেছে।অপরদিকে কুমিল্লা দুর্দান্ত পারফর্ম করেই চূড়ান্ত লড়াইয়ে হাজির। তবে আজকের ফাইনাল ম্যাচ নিয়ে উভয় শিবিরই উত্তপ্ত।
ঢাকার দলপতি সাকিব বলছেন, চতুর্থবারের মতো শিরোপা জিতবে তার দল, আর ইমরুল কায়েস বলছেন, এবার কোনোভাবেই ছাড় নয়। দ্বিতীয়বার শিরোপা জিতবে কুমিল্লা। তবে দুই অধিনায়ক এক জায়গায় একই সুর। তারা বলেছেন ফ্ইানালে পার্থক্য গড়ে দেবে মূলত অলরাউন্ডাররাই।