আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বালু দস্যুদের দৌরত্ব থামছেনা কিছুতেই । জেলা প্রশাসনের দূর্বল ভূমিকা এবং বালুদস্যুদের দৌরত্বের কালো থাবায় খুন হয়ে যাচ্ছে একের পর এক মানুষ । ভূমিহীন হয়ে পড়ছেন শত শত মানুষ । বিপন্ন হচ্ছে পরিবেশ। তারপরেও বালু দস্যুদের দৌরত্ব থেমে নেই । এ বিষয়ে দেখালো যেন কেউ নেই ।
তারই ধারাবাহিকতায় এবার বালু দস্যুদের আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে প্রকাশ্য দিবালোকে মোকলেছার রহমান (৫৭) নামের এক ব্যাক্তিকে কুুপিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৪জন। নৃশংস এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদরের তেলিহারা গ্রামে ।
নিহত মোকলেছার রহমান সদর এলাকার তেলিহারা উত্তরপাড়া গ্রামের মৃত লাল শাহের পুত্র । আহতরা হলেন, একই গ্রামের হাসেম আলীর ছেলে আব্দুর রহমান (২৫)জাহেদুরের পুত্র সাবলু মিয়া (২০) এবং ধলু মিয়ার পুত্র সাহাদাৎ হোসেন (২৬)। অপর একজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে , বগুড়ার সদরের শেখের কোলা ইউনিয়নের তেলিহারা এলাকায় বালু দস্যুদের দৌরত্বের কাছে নতি স্বীকার¦ না করায় এলাকায় মেম্বার ও ক্ষমতাসীন দলের নেতার সাথে এলাকাবাসীর বিবাদ চলছিল বেশ কিছুদিন যাবত।
গতকাল ওই বিতর্কিত এলাকায় এমদাদ মেম্বারের নের্তৃত্বে ২০/২৫জন সশস্ত্র লোকজন এলাকায় উত্তেলনকৃত বালু আনতে সেখানে যায় । এসময় তাদের ২০/২৫জনের সশস্ত্র গ্রুপের লোকজনের বিশেষ পাহাড়া ব্যবস্থায় ট্রাক দিয়ে বালু আনতে গেলে এলাকাবাসী বাধা দেয়। এতে করে পূর্ব প্রস্তুতি নিয়ে যাওয়া এমদাদ মেম্বাররে ক্যাডার বাহিনীর সদস্যরা নিরীহ লোকজনের উপর সশস্ত্র হামলা চালিয়ে বেধড়ক মারপিট করা সহ তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে করে নিহত মোকলেছ সহ অন্যরা গুরুত্বর ভাবে জখম হয় । ক্যাডার বাহিনীর লোকজন এসময় মোকলেছারকে এলোপাথারী ভাবে মারপিট করা সহ তাকে ধারারো অস্ত্রদিয়ে মাথায় কোপ দেয় । পরে স্থানীয়রা মোকলেছার সহ আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার মোকলেছারকে মৃত ঘোষনা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্য আরো একজনের অবস্থায় আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এব্যাপারে এলাকার ষাঠোর্ধ সাবেক মেম্বার জোব্বার মিয়া বলেন বালু তোলাকে কেন্দ্র এলাকাবাসীর সাথে এমদাদ মেম্বার দন্ধ চলছিল বেশ কিছুদিন যাবত । তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এলাকার ক্ষমতা প্রদর্শনে পূর্ব পরিকল্পনা মাফিক এমদাদ মেম্বারের সশস্ত্র লোকজন প্রকাশ্য দিবালোকে নিরীহ গ্রামবাসীর উপর প্রকাশ্য সশস্ত্র হামলা করে ।
এদিকে ঘটনা নিশ্চিত করে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত)মুহা: কামরুজ্জামান জানান, এলাকার বালু উত্তোলনকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত প্রভাবশালী এমদাদ মেম্বারের সাথে এলাকাবাসীর বিবাদ চলছিল । তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে বালু উত্তোলনে বাধা দিলে এমদাদ মেম্বারের সশস্ত্র ক্যাডার বাহিনীর লোকজন গ্রামবাসীর উপর প্রকাশ্য হামলা চালায়। গুরুত্বর অবস্থায় আহতদের হাসপাতালে নেয়া হলে মোকলেছার মারা যায় । এঘটনাকে কেন্দ্র গোটা এলাকাবাসীর মধ্য উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, বগুড়ার জেলার প্রায় শতাধিক স্থানে বালুদস্যুদের দৌরত্বের কাছে অসহায় সাধারন মানুষজন। কিছুতেই বন্ধ করা যাচ্ছেনা বালু উত্তোলন। ফলে বালু দস্যুদের সাথে হাজার হাজার নিরীহ গ্রামবাসীর বিবাদ ক্রমশ চরমে উঠছে। এই বালু মহলের বিবাদকে কেন্দ্র করে শুধুমাত্র বগুড়া সদরের রাজাপুর শেকেরকোলা ও এর আশ পাশের এলাকায় গত কয়েক বছরে কমপক্ষে এক ডজন মানুষ নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছেন।