শিরোনাম
◈ দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ ◈ ‘নলকূপ বসাতে গেলেই বেরিয়ে আসছে গ্যাস’ ◈ রেসলার‌দের রিংয়ে বাস্তবে হামলা, নিষিদ্ধ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ম্যাকইনটায়ার ◈ নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি ◈ নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি— রাজশাহীতে আসিফ নজরুল ◈ পাকিস্তান-বাংলাদেশের বাণিজ্যে নতুন অধ্যায়: করাচি-চট্টগ্রাম শিপিং সেবা চালু ◈ ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা: অভিযোগপত্রে যা বলেছে ডিবি ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে এখন সবার একটি স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি : প্রেস সচিব  ◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৪ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানদের পূর্ণাঙ্গ সিরিজের দল ঘোষণা

স্পোর্টসন ডেস্ক: টেস্ট স্কোয়াডে জায়গা না হলেও ওয়ানডে এবং টি-টুয়েন্টি দলে আছেন মুজিব আর টেস্ট এবং ওয়ানডে দলে আছেন শাহজাদ।

গেল বছর ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় আফগানিস্তানের। সেই টেস্টের পর আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন তিন নতুন ক্রিকেটার।

বাঁহাতি ব্যাটসম্যান ইকরাম আলি খিল, বাঁহাতি পেসার ওয়াকার সালামখেইল এবং অলরাউন্ডার শারাফুদ্দিন আশরাফকে টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে। এদের মধ্যে ওয়াকার এবং ইকরামের এখনও আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া বাকি রয়েছে।

এছাড়া চায়নাম্যান বোলার জহির খানের জায়গা হয়েছে ওয়ানডে এবং টি-টুয়েন্টি দলে আর বাঁহাতি অর্থোডক্স স্পিনার জিয়া উর রহমানকে রাখা হয়েছে টি-টুয়েন্টি দলে। অন্যদিকে ওয়ানডে দলে আছেন ইকরামও।

টেস্ট সিরিজের আগে দু'দল তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে। আফগানিস্তান এবং আয়ারল্যান্ড দুই দলের জন্যই এটা তাঁদের দ্বিতীয় টেস্ট।

টি টুয়েন্টি স্কোয়াড:
আসগর আফগান (অধিনায়ক), উসমান গনি, নাজিব তারাকাই, হজরতউল্লাহ জাজাই, সামিউল্লাহ সিনওয়ারি, মোহাম্মদ নবি, শফিকুল্লাহ শাফাক, রশিদ খান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, ফরিদ মালিক, সাইদ শিরজাদ, জিয়া-উর-রেহমান, মুজিব উর রহমান, জাহির খান, শারাফুদ্দিন আশরাফ।

ওয়ানডে স্কোয়াড:
আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নুর আলি জাদরান, জাভেদ আহমাদি, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, সামিউল্লাহ সিনওয়ারি, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি খিল, হাশমতউল্লাহ শাহিদি, রশিদ খান, করিম জানাত, গুলবাদিন নাইব, আফতাব আলম, দৌলত জাদরান, জাহির খান, ফরিদ মালিক, মুজিব উর রহমান, শাপুর জাদরান, সৈয়দ শিরজাদ।

টেস্ট স্কোয়াড:
আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসান জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, নাসির জামাল, হাশমতউল্লাহ শহিদি, ইকরাম আলি খিল, মোহাম্মদ নবি, রশিদ খান, ওয়াফাদার মোমান্দ, ইয়ামিন আহমদজাই, শরফতউদ্দিন আশরাফ, ওয়াকার সালামখেইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়