শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে শাদাব খানের তিন ছক্কা, পরে বল হাতে গুরুত্বপূর্ণ দুটি উইকেট, মোহাম্মদ আমিরের দারুণ বোলিং, সব মিলিয়ে পাকিস্তানের জয়। যে জয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল এড়াল হোয়াইটওয়াশ। সিরিজ জিতলেও দক্ষিণ আফ্রিকা হারল শেষ ম্যাচ।

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৭ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল প্রোটিয়ারা।

সেঞ্চুরিয়নে বুধবার ২০ ওভারে পাকিস্তানের ১৬৮ রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা করতে পারে ১৪১।

শেষ ম্যাচ জিতলেও দক্ষিণ আফ্রিকায় আবারও হতাশাময় সফর শেষ করল পাকিস্তান। যেখানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে তারা, হেরেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও।

টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের বড় স্কোর গড়তে পারেননি কেউ। তবে একটু করে অবদান রেখেছেন অনেকে। দলের সাত ব্যাটসম্যান ছুঁয়েছেন দুই অঙ্ক, ১৫ পেরিয়েছেন তাদের সবাই, কিন্তু ৩০ ছুঁতে পারেননি একজনও।

দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজম ম্যাচের দ্বিতীয় ওভারেই জুনিয়র ডালাকে বাউন্ডারি মেরেছেন চারটি। তবে আউট হয়ে গেছেন ৫ চারে ১১ বলে ২৩ রান করে।

তিনে নেমে ২২ বলে দলের সর্বোচ্চ ২৬ রান করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ছয়ে নেমে দুই ছক্কায় ২০ বলে ২৫ করেছেন আসিফ আলি।

বিউরান হেনড্রিকসের দারুণ বোলিংয়ে এক পর্যায়ে দেড়শ ছোঁয়া নিয়ে পাকিস্তান ছিল ছক্কায়। শেষ ওভারে আন্দিলে ফেলুকওয়ায়োর বলে তিনটি ছক্কায় দলকে উজ্জীবিত করেন শাদাব খান। অপরাজিত থাকেন ৮ বলে ২২ রান করে।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাঁহাতি পেসার হেনড্রিকস নেন ১৪ রানে ৪ উইকেট। ক্রিস মরিস নেন দুটি উইকেট।

মরিস পরে ব্যাট হাতেও করেন ঝড়ো এক ফিফটি। তবে তার আগেই অনেকটা নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার পরাজয়।

রান তাড়ায় তারা উইকেট হারিয়েছে শুরু থেকেই। দুর্দান্ত ফর্মে থাকা রাসি ফন ডার ডাসেন আবারও করেছেন ৩৫ বলে ৪১। কিন্তু টপ ও মিডল অর্ডারে দাঁড়াতে পারেননি আর কেউ।

সাতে নেমে মরিস ২৯ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন ৫ চার ও ৩ ছক্কায়। ম্যাচের শেষ দুই বলে ছক্কায় স্পর্শ করেন টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি। তবে তাতে পরাজয়ের ব্যবধানই কেবল কমেছে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৬৮/৯ (বাবর ২৩, ফখর ১৭, রিজওয়ান ২৬, মালিক ১৮, তালাত ৩, আসিফ ২৫, ইমাদ ১৯, ফাহিম ৪, শাদাব ২২*, আমির ০, শাহিন ০*,; বিউরান হেনড্রিকস ৪/১৪, ডালা ০/১৭, মরিস ২/২৭, সিপামলা ১/২৫, শামসি ০/৩০, ফেলুকওয়ায়ো ১/৪১)।

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪১/৯ (রিজা হেনড্রিকস ৫, মালান ২, ফন ডার ডাসেন ৪১, ক্লাসেন ২, মিলার ১৩, ফেলুকওয়ায়ো ১০, মরিস ৫৫*, বিউরান হেনড্রিকস ৩, ডালা ৫, সিপামলা ০, শামসি ০*; ইমাদ ১/১৯, শাহিন শাহ ১/২৩, আমির ৩/২৭, শাদাব ২/৩৪, ফাহিম ২/৩৪)।

ফল: পাকিস্তান ২৭ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দ ম্যাচ: শাদাব খান

ম্যান অব দা সিরিজ : ডেভিড মিলার
-ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়