শিরোনাম
◈ নির্বাচন সফল না হলে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: আলী রীয়াজ ◈ ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি, রাজধানীর প্রবেশপথে বসবে চেকপোস্ট ◈ নির্বাচন পর্যবেক্ষণ না পাঠালেও পরিস্থিতি জানতে ইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক ◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১০ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবার্ট ভদ্রকে জেরা, পাশে থাকার ঘোষণা মমতা ব্যানার্জী ও প্রিয়াংকা গান্ধীর

লিহান লিমা: কংগ্রেসের উত্তরপ্রদেশ-পূর্বের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধীর স্বামী ও ব্যবসায়ী রবার্ট ভদ্রকে বুধবার পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই সময় ভদ্রকে লন্ডনের সম্পত্তি ও অস্ত্র ব্যবসা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবারও ইডি দপ্তরে হাজিরা দেয়ার কথা রয়েছে ভদ্রের। ইকনোমিক টাইমস, এনডিটিভি

বুধবার ৫ ঘণ্টারও বেশি সময় ধরে ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। লন্ডনে সম্পত্তি কেনাবেচায় আর্থিক দুর্নীতির অভিযোগের মামলায় বুধবারই প্রথমবার ইডির মুখোমুখি হলেন তিনি। তার আইনজীবী সমুন খৈতান বলেন, সব প্রশ্নের উত্তর দিয়েছেন রবার্ট। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই ভুল। আমরা তদন্তে ১০০ ভাগ সহযোগিতা করব।’

এদিকে বুধবার ইডি দফতর পর্যন্ত স্বামীর সঙ্গে আসেন প্রিয়াংকা গান্ধী। তিনি বলেন, ‘সবাই জানে কোনটি রাজনীতি, আর না। আমি স্পষ্ট বার্তা দিতে চাই। পরিবারের সঙ্গেই আছি।’ এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘ভদ্রকে জেরা করার উদ্দেশ্য একটাই, বিরোধীদের জোট গড়তে না দেওয়া। রাজনৈতিক স্বার্থ পূরণে ইডিকে ব্যবহার করা হচ্ছে। বিরোধী দলনেতাদের অনেককেই নোটিস পাঠাচ্ছে কেন্দ্রীয় সংস্থাটি।’

প্রসঙ্গত, পলাতক অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির মাধ্যমে ভদ্র লন্ডনের সম্পত্তি কিনেছিলেন বলে দাবি ইডির। যদিও ওই সম্পত্তি তাঁর নয় বলে দাবি করেছেন রবার্ট ভদ্র। এ মামলায় আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রবার্টকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। তবে তদন্তে রবার্ট যাতে সহযোগিতা করেন, সে নির্দেশও দিয়েছে আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়