শিরোনাম
◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে?

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের রাজনৈতিক সংকট আরো দীর্ঘায়িত করেছে সরকার : মঈন খান

শিমুল মাহমুদ: বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২৯ ডিসেম্বর রাতেই নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমরা নির্বাচন বাতিল চেয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে দাবি করেছি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ৩০ তারিখ ভোট ডাকাতির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মেগা উন্নয়নের নামে সরকার মেগা দুর্নীতি করেছে। এই নির্বাচনের মাধ্যমে সরকার দেশের রাজনৈতিক সংকট আরো দীর্ঘায়িত করেছে।

মঈন খান বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে যেমন কুকুর বিড়াল ভোট কেন্দ্রে ছিল এবারও ঠিক তেমন । কিন্তু দেশের মানুষ কখনোই কারো অন্যায় মেনে নেয়নি। আর মানবেও না’।

মঈন খান বলেন, খালেদা জিয়াকে বন্দি করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে। মানুষের ভোটাধিকারকে ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, দেশের পুলিশ, বিচার বিভাগ থেকে শুরু করে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। মেগা উন্নয়নের নামে তারা মেগা দুর্নীতি করেছে। এই হলো বর্তমান সরকারের উন্নয়নের নমুনা! ।

মঈন খান বলেন, ’এটাই একটা স্বৈরাচারী সরকারের চরিত্র। ভোট দখলের পর সরকার দেশের রাজনৈতিক সংকটকে আরো দীর্ঘায়িত করেছে। এভাবে তো গণতান্ত্রিক অধিকারের সংকট নিরসন হবে না। এজন্য কিন্তু দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই।

তিনি বলেন, ‘সরকারকে একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ,জেএসডির সভাপতি আসম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী, বিএনপি'র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক অ্যাড.আব্দুস সালাম আজাদ, জে এস ডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়