শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের রাজনৈতিক সংকট আরো দীর্ঘায়িত করেছে সরকার : মঈন খান

শিমুল মাহমুদ: বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২৯ ডিসেম্বর রাতেই নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমরা নির্বাচন বাতিল চেয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে দাবি করেছি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ৩০ তারিখ ভোট ডাকাতির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মেগা উন্নয়নের নামে সরকার মেগা দুর্নীতি করেছে। এই নির্বাচনের মাধ্যমে সরকার দেশের রাজনৈতিক সংকট আরো দীর্ঘায়িত করেছে।

মঈন খান বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে যেমন কুকুর বিড়াল ভোট কেন্দ্রে ছিল এবারও ঠিক তেমন । কিন্তু দেশের মানুষ কখনোই কারো অন্যায় মেনে নেয়নি। আর মানবেও না’।

মঈন খান বলেন, খালেদা জিয়াকে বন্দি করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে। মানুষের ভোটাধিকারকে ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, দেশের পুলিশ, বিচার বিভাগ থেকে শুরু করে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। মেগা উন্নয়নের নামে তারা মেগা দুর্নীতি করেছে। এই হলো বর্তমান সরকারের উন্নয়নের নমুনা! ।

মঈন খান বলেন, ’এটাই একটা স্বৈরাচারী সরকারের চরিত্র। ভোট দখলের পর সরকার দেশের রাজনৈতিক সংকটকে আরো দীর্ঘায়িত করেছে। এভাবে তো গণতান্ত্রিক অধিকারের সংকট নিরসন হবে না। এজন্য কিন্তু দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই।

তিনি বলেন, ‘সরকারকে একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ,জেএসডির সভাপতি আসম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী, বিএনপি'র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক অ্যাড.আব্দুস সালাম আজাদ, জে এস ডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়