শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৫ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ উপনেতা পদে বহাল থাকছেন সৈয়দা সাজেদা চৌধুরী

আসাদুজ্জামান সম্রাট : জাতীয় সংসদের সরকারি দলের উপনেতা পদে বহাল থাকতে পারেন সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি গত নবম ও দশম সংসদে একই পদে দায়িত্ব পালন করছেন।

শারীরিক অসুস্থতার কারণে উপনেতা পদে তার বহাল থাকা-না থাকা নিয়ে এতোদিন নানা আলোচনা ছিল। এ পদে আলোচনায় ছিলেন সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বুধবার জাতীয় সংসদে গঠিত আটটি সংসদীয় কমিটির মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে তাকে।

গত ৩০ জানুয়ারি শুরু হওয়া একাদশ সংসদের প্রথম অধিবেশনের প্রতিটি দিনই সংসদে অংশ নিয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী। একাদশ জাতীয় সংসদেও তার উপনেতা হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে। দু’ একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। অথবা আওয়ামী লীগের সংসদীয় দলের পরবর্তী সভায় তাকে উপনেতা নির্বাচন করা হতে পারে।

গত ৩ জানুয়ারি জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচন করা হয়। সেদিন উপনেতা পদে কাউকে নির্বাচন না করায় এ নিয়ে গুঞ্জনের নানা ডালপালা বিস্তার করে। শিগগিরই এই অবসান হবে বলে জানিয়েছে সংসদের একটি নির্ভরযোগ্য সূত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়