নিউজ ডেস্ক : স্বাস্থ্য পরীক্ষার জন্য সাত দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সফরকালে স্ত্রী রাশিদা খানম, দুই ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক ও রিয়াদ আহমেদ রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন।
আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া সফরসঙ্গী হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সারোয়ার হোসেন, প্রেস সচিব মো. জয়নাল আবেদীনসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী থাকবেন।