আহমেদ শামীম, সিলেট : সিলেটের ফেঞ্চুগঞ্জে মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নানি-নাতনি। মঙ্গলবার (৫ ফেব্র“য়ারি) বিকেলে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ধর্মতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম মল্লিকপুর গ্রামের আহসান মিয়ার স্ত্রী ফরিদা বেগম ও তার নয় মাস বয়সী নাতনি।
এ ব্যাপারে সিলেটের মোগলাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "মঙ্গলবার বিকেলে ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে ফরিদা বেগম নাতনিকে নিয়ে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ধর্মতলা এলাকায় পৌঁছলে বিপরীতগামী মিনিবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফরিদা বেগম নিহত হন। গুরুতর অবস্থায় নাতনিকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।