শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪১ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ৪টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এগুলো হচ্ছে- শিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়।

মঙ্গলবার জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন অধিবেশনে পর্যায়ক্রমে কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। তথ্য- বাংলা নিউজ

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ডা. আফছারুল আমিন। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী ডা. দীপু মনি, সংসদ সদস্য আব্দুল কুদ্দুছ, একেএম শাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, আব্দুস সোবহান মিয়া, এমএ বাতেন, গোলাম কিবরিয়া টিপু ও মাহী বি চৌধুরী।

আর সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে প্রধান করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য আনোয়ার হোসেন, মোজাম্মেল হোসেন, দীপঙ্কর তালুকদার, নাজিমুদ্দিন আহমেদ, জাফর আলম ও রেজাউল করিম বাবলু।

আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শাজাহান খানকে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, মঈনুদ্দিন খান বাদল, রাজিউদ্দিন আহমেদ রাজু, মেজর (অব.) রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশিদ, একেএম রহমত উল্লাহ ও ওয়ারেসাত হোসেন বেলালকে এ কমিটি সদস্য করা হয়েছে।

আর নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মেজর (অব.) রফিকুল ইসলাম। সদস্যরা হলেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য শাজাহান খান, মাজাহারুল হক প্রধান, রঞ্জিত কুমার রায়, মাহফুজুর রহমান, এমএ লতিফ, ডা. শামীমউদ্দিন শিমুল, আসলাম হোসেন ও এসএম শাহজাদা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়