সালেহ্ বিপ্লব : নেতা কিংবা মন্ত্রী-এমপি মানেই ভিন্ন ব্যাপার। যতোই তারা সাধারণ মানুষের কাতারে থেকে চলেন না কেনো, পদ-পদবী আর সরকারি প্রটোকলের কারণে তাদের মাঝে মাঝে ইচ্ছের বিরুদ্ধে হলেও একটু দূরত্বে থাকতে হয়। কিন্তু এই ভিআইপিদের জীবনেও সাধারণ মানুষের মতো হাসি-কান্না, আনন্দ-বেদনা আছে। রয়েছে পারিবারিক জীবন, ব্যক্তিগত পছন্দ অপছন্দ এবং নানা গুণাবলী।
২০১১ সালে চ্যানেল আই এর ঈদ আয়োজনে গান গেয়েছিলেন জুনাইদ আহমেদ পলক ও ড. মুরাদ হাসান। বাংলা ছবির সেই বিখ্যাত গান, বন্ধু তোর বারাত নিয়া আমি যাবো। পলক তখন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী, আর ড. মুরাদ হাসান জামালপুর-৪ থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য। বন্ধু ছবির ওই তুমুল জনপ্রিয় গানটির কণ্ঠশিল্পী সুবীর নন্দী। সিনেমায় ঠোঁট মিলিয়েছিলেন রাজ্জাক উজ্জ্বল। আর চ্যানেল আইর সেই ঈদ আয়োজনে দুই নায়কের জায়গা নেন জুনায়েদ আহমেদ পলক ও ড. মুরাদ হাসান। মায়ের চরিত্র সিনেমায় ছিলেন রোজী কবীর, আর চ্যানেল আই নতুন ভিডিওতে দলের দুই তরুণ এমপির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন কুষ্টিয়া-৪ আসনে আওয়ামী লীগের সেই সময়কার সংসদ সদস্য সুলতানা তরুণ।
আট বছর আগের সেই গান এখন দুই প্রতিমন্ত্রীর ডুয়েট পারফরম্যান্স হিসেবে নতুন করে সাড়া জাগিয়েছে। গান শুধু নয়, নাচ এবং অভিনয়েও একই দলের তিন এমপি দর্শকদের মন কেড়েছিলেন। বাংলা ছবির গৌরবময় ইতিহাসের একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায় ‘বন্ধু’ ছবিটি, দুই প্রতিমন্ত্রী সেই সোনালী অতীতের রূপালী ঝলক দিয়েছেন ‘বন্ধু তোর বারাত নিয়া আমি যাবো’ গানটিতে নাচ-গান-অভিনয়ের মাধ্যমে। এখনো ভিডিওটি দেখে নিঃসন্দেহে নির্মল আনন্দ পাবেন সব বয়সের মানুষ।
https://www.facebook.com/1813790508936658/videos/234884324063697/UzpfSTEwMDAxODE5OTg3NTE1NjozMzI3NTY4NjQwMDc2NDA/?id=100018199875156