মুসফিরাহ হাবীব : বলিউডে আগের তুলনায় এখন সমকামিতার উপর নির্ভর করে চিত্রনাট্য বানাতে শুরু করেছেন পরিচালকরা। সমকাম অর্থাৎ, সমপ্রেমের ভিত্তিতে একটি সিনেমাও মুক্তি পেয়েছে সদ্য। মুক্তির পর থেকেই বাহবা কুড়িয়েছে সিনেমাটি। সে বিষয় নিয়েই সাংবাদিকরা অভিনেতা রাজকুমার রাওয়ের মুখোমুখি হলে বেরিয়ে আসে রণবীর সিংকে নিয়ে তার আগ্রহের কথা।
রণবীর সিংয়ের ভক্ত শুধুমাত্র সিনেমাপ্রেমীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বলিউডের অনেক অভিনেত্রীর পাশাপাশি অনেক অভিনেতাও রণবীরের ভীষণ ভক্ত।
কিন্তু তাই বলে রণবীরকে পছন্দের কারণে তার জন্য সমকামী প্রেমের জন্যও তৈরি হয়ে যাওয়া অনেকটা চমকে দেওয়ার মতোই ব্যাপার। আর এমন চমকে দেওয়া কথাই বলেছেন খোদ অভিনেতা রাজকুমার রাও।
সম্প্রতি 'বলিউড লাইফ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে সমকামী চরিত্রে অভিনয় করতে কতটা আগ্রহী - এ প্রশ্নের জবাব দেন রাজকুমার। আর তখনই রাজকুমার বলেন, তিনি সমকামি চরিত্র করতে চান। কিন্তু বিপরীতে কেবলমাত্র অভিনয় করতে হবে রণবীর সিং কে। অর্থাৎ, তাকে ছাড়া সমকামী প্রেম নিয়ে কোনো সিনেমা করবেন না রাজকুমার।
রণবীরের অভিনয়ের ভীষণ ভক্ত জানিয়ে রাজকুমার বলেন, বিশেষ করে তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছে, যে নানান রকম ছবিতে রণবীর কাজ করছেন তাতে তিনি অভিভূত। তাই সমকামীর চরিত্রে অভিনয় করতে হলে রণবীরের সঙ্গেই তিনি কাজ করতে চাইবেন।
মসকামী প্রেম নিয়ে বলিউডে সদ্য মুক্তি পেয়েছে 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সোনম কাপুর, অনিল কাপুর, রাজকুমার রাও ও জুহি চাওলাকে।
সমকাম বিষয়ক একটি সিনেমাতে রাজকুমারকেও অভিনয় করতে দেখা গেছে। 'আলিগর' সিনেমাতে রাজকুমার অভিনয় করেছিলেন এক সাংবাদিকের চরিত্রে। তাছাড়াও, বাংলাতে ট্রান্সজেন্ডার বিষয়ের উপর সিনেমাতেও অভিনয় করেছেন রাজকুমার। যদিও সিনেমাটি মুক্তি পায়নি।