শিরোনাম
◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৫ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপি নেতা লবি

শিমুল মাহমুদ : অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর লবি। সোমবার অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, আমি অসুস্থ, থাইরয়েডের ক্যানসারের অস্ত্রোপচার করিয়েছি। শারীরিকভাবে অসুস্থ থাকায় গত ১০ বছর ধরে আমি দলের কোনো ছিলাম না তাই মহাসচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি। অন্য কোথাও যোগদান প্রসঙ্গে আলী আসগর জানান, আপাতত তিনি কোথাও যুক্ত হচ্ছেন না।

২০০১ সালে খালেদা জিয়ার ছেড়ে দেওয়া খুলনা-২ আসনে সাংসদ সদস্য হলেও ‘হাওয়া ভবন’ কে কেন্দ্র করেই তিনি ব্যাপকভাবে আলোচিত হয়ে উঠেন। ১৯৯৯ সালে হাওয়া ভবন ভাড়া নেন তিনি। পরে সেখানে নিয়মিত বসা শুরু করেন তারেক রহমান। ২০০১ সালে দলীয় মনোনয়নসহ পরবর্তীতে বিএনপির রাজনৈতিক সব কর্মকা- এখান থেকেই পরিচালিত হয়। তারেক রহমানের অঘোষিত এই রাজনৈতিক কার্যালয়ে রাজনীতিবিদ-ব্যবসায়ী থেকে শুরু করে পেশাজীবী, সামরিক-বেসামরিক প্রশাসনের হর্তাকর্তা এমন কেউ ছিলেন না; যাকে ওই সময় সেখানে হাজিরা দিতে হয়নি। যদিও সময় বদলের ধারায় ক্ষমতা হারিয়েছে ভবনটিও। ভবন ভেঙ্গে তৈরি হয়েছে নতুন ভবন।
হাওয়া ভবনের পরিবর্তে নতুন নাম হয়েছে ‘অ্যজোরে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়