শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে ৫০ ভরি স্বর্ণ, ২৩৮ ভরি রূপাসহ দুই চোর গ্রেফতার

মিজান লিটন, চাঁদপুর: চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের একটি বাসা থেকে চুরি হওয়ার ঘটনায় ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা অনন্তুপুর থেকে মো. ইসমাইল (২৪) ও কুমিল্লার চান্দিনা থেকে স্বর্ণ ব্যবসায়ী অমল দেবনাথ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় পুলিশ তাদের কাছ থেকে ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রূপাসহ চুরি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে।

আটক চোরদেরকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলাকারাগারে পাঠিয়ে দেয় বলে আদালত সূত্রে জানা গেছে। রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

এর আগে শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ব্রাহ্মন বাড়িয়া ও কুমিল্লা থেকে দুই চোরকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রবসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

গ্রেফতার হওয়া ইসমাইল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার উজিরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং অমর দেবনাথ একই উপজেলার আলিকামুড়া গ্রামের মনিন্দ্র দেবনাথের ছেলে। অমর দেবনাথ চান্দিনা বাজারের ভাই ভাই জুয়েলার্স এর সত্ত্বাধিকারী।

পুলিশ জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের নিঝুম ভিলার নিচ তলা হতে সাইফুল ইসলাম নামে বাসিন্দার বাসার জানালা ও বারান্দার গ্রীল কেটে আলমীরা থেকে ২৬ ভরি স্বর্ণ, ২ ভরি রূপা, একটি ঘড়ি, একটি মোবাইল সেট ও ২লাখ টাকা নিয়ে যায় চোর চক্র। এই ঘটনায় সাইফুল ইসলাম চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ তাদেরকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয় এবং চুরি হওয়া মালামালও উদ্ধার করেন। এ ছাড়াও পুলিশ চুরি কাজে ব্যবহৃত একটি গ্রীল ভাঙার রেঞ্জ উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতার হওয়া দুই আসামীকে আজই আদালতে প্রেরণ করা হবে। তাদের মধ্যে ইসমাইল আন্ত:জেলা চোর চক্রের সদস্যা। তার বিরুদ্ধে কুমিল্লাসহ অন্যান্য উপজেলায় মামলা রয়েছে। তাদের সাথে জড়িত অন্যদেরকেও আটক করার চেষ্টা অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়