শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে ৫০ ভরি স্বর্ণ, ২৩৮ ভরি রূপাসহ দুই চোর গ্রেফতার

মিজান লিটন, চাঁদপুর: চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের একটি বাসা থেকে চুরি হওয়ার ঘটনায় ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা অনন্তুপুর থেকে মো. ইসমাইল (২৪) ও কুমিল্লার চান্দিনা থেকে স্বর্ণ ব্যবসায়ী অমল দেবনাথ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় পুলিশ তাদের কাছ থেকে ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রূপাসহ চুরি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে।

আটক চোরদেরকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলাকারাগারে পাঠিয়ে দেয় বলে আদালত সূত্রে জানা গেছে। রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

এর আগে শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ব্রাহ্মন বাড়িয়া ও কুমিল্লা থেকে দুই চোরকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রবসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

গ্রেফতার হওয়া ইসমাইল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার উজিরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং অমর দেবনাথ একই উপজেলার আলিকামুড়া গ্রামের মনিন্দ্র দেবনাথের ছেলে। অমর দেবনাথ চান্দিনা বাজারের ভাই ভাই জুয়েলার্স এর সত্ত্বাধিকারী।

পুলিশ জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের নিঝুম ভিলার নিচ তলা হতে সাইফুল ইসলাম নামে বাসিন্দার বাসার জানালা ও বারান্দার গ্রীল কেটে আলমীরা থেকে ২৬ ভরি স্বর্ণ, ২ ভরি রূপা, একটি ঘড়ি, একটি মোবাইল সেট ও ২লাখ টাকা নিয়ে যায় চোর চক্র। এই ঘটনায় সাইফুল ইসলাম চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ তাদেরকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয় এবং চুরি হওয়া মালামালও উদ্ধার করেন। এ ছাড়াও পুলিশ চুরি কাজে ব্যবহৃত একটি গ্রীল ভাঙার রেঞ্জ উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতার হওয়া দুই আসামীকে আজই আদালতে প্রেরণ করা হবে। তাদের মধ্যে ইসমাইল আন্ত:জেলা চোর চক্রের সদস্যা। তার বিরুদ্ধে কুমিল্লাসহ অন্যান্য উপজেলায় মামলা রয়েছে। তাদের সাথে জড়িত অন্যদেরকেও আটক করার চেষ্টা অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়