শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৮ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান ও জাফরউল্লা খান চৌধুরী মহাসচিব

শাহানুজ্জামান টিটু : মোস্তফা জামাল হায়দারকে চেয়ারম্যান ও জাফরউল্লা খান চৌধুরীকে মহাসচিবের দায়িত্ব দিয়ে২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি পূর্নগঠন করা হয়েছে।

রোববার গুলশান দলের অস্থায়ী কার্যালয়ে প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক যৌথ সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি.আই.এম ফজলে রাব্বি চৌধুরীর ইন্তেকালের ফলে সৃষ্ট শূন্য পদে সর্বসম্মতিক্রমে মোস্তফা জামাল হায়দারকে চেয়ারম্যান ও জাফরউল্লা খান চৌধুরী (লাহরী)-কে মহাসচিব নির্বাচিত করা হয়। সভায় পরবর্তী জাতীয় কাউন্সিল সম্মেলনে এই সিদ্ধান্ত অনুমোদন সাপেক্ষে কমিটির অন্যান্য পদগুলিও পূনর্বিন্যাসের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোস্তফা জামাল হায়দার।

সভায় অপর এক প্রস্তাবে আগামী কাউন্সিল সম্মেলনে পার্টির গঠনতন্ত্র সংশোধন, সংযোজন, বিয়োজনের মাধ্যমে যুগোপযোগী করার লক্ষ্যে নওয়াব আলী আব্বাস খানকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করা হয়।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন, প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, লুৎফর রহমান চৌধুরী হেলাল, নওয়াব আলী আব্বাস খান, আনোয়ারা বেগম, এ্যাডভোকেট মুজিবর রহমান, এ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, এ্যাডভোকেট হোসনে আরা আহসান, আনিসুর রহমান মানিক, জাফরউল্লা খান চৌধুরী (লাহরী), এ্যাডভোকেট মোহাম্মদ সফিউদ্দিন ভূঁইয়া, আলহাজ্জ্ব সেলিম মাস্টার, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, অধ্যক্ষ মো: আবু ইউসুফ সেলিম, মো: নওশের আলী, শাহ আবদুল মতিন, কাজী মো: ইকবাল, এ্যাডভোকেট এ এইচ এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক কাজী মো: নজরুল, মোঃ মহসিন মিয়া, মো: মহসিন সরকার, আবু তালেব দেওয়ান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মোঃ সিরাজুল হক ভূইয়া, মো: বাচ্চু মিয়া, গাজী আবদুল খালেক, এ ইউ এম মামুন চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়