শিরোনাম
◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ◈ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে ◈ ২১ দিন মা–মেয়ের লাশ নিজ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে দিব্যি বসবাস করছিলেন হত্যাকারী! ◈ ‌বিশ্বকা‌পে বাংলাদেশের জন্য কলকাতা অত্যন্ত নিরাপদ : ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৬ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৫০ সালে খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাবে পোকামাকড়!

মারুফুল আলম : জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করার জন্য আপনি কি প্রিয় খাবারটির বদলে পোকামাকড় খাবেন? ২০৫০ সাল নাগাদ বিশে^র জনসংখ্যা নয়শ সত্তর কোটিতে দাঁড়াবে বলে ধারণা করা হয়। এর মানে আমাদের বর্তমান খাবারের উৎপাদন দ্বিগুন করতে হবে। বিজ্ঞানীরা বলছেন, তখন আমাদের কম মাংস খেতে হবে অথবা আমিষের জন্য অন্য উৎস খুঁজতে হবে। বিবিসি বাংলা।

বিজ্ঞানীরা মনে করেন, পোকামাকড় খেয়ে ক্ষুধার সঙ্গে লড়াই করা যেতে পারে। কারণ পোকামাকড় স্বাস্থ্যকর, ভালো পুষ্টিগুন এবং আমিষে সমৃদ্ধ। তাছাড়া এগুলো প্রচুর পরিমানে পাওয়া যায়। কৃষিখাতের তুলনায় পোকামাকড়ের খামার থেকে গ্রীনহাউজ গ্যাস অনেক কম হবে। বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ খাবার উৎপাদনে ২৫ শতাংশ গ্যাসই সৃষ্টি হয়ে থাকে।

পোকামাকড়ের ক্ষেত্রে লাভও বেশি। যেমন একই পরিমান প্রোটিন উৎপাদন করতে গিয়ে ঝিঁঝিঁ পোকা একটি গরুর তুলনায় ১২ গুণ কম খাবার খেয়ে থাকে। পোকামাকড় খাওয়া একটি প্রাচীন রীতি। দুইশ কোটি মানুষ নানাভাবে পোকামাকড় খেয়ে থাকে। পশ্চিমা দেশগুলোতেও সম্প্রতি এই রীতি চালু হয়েছে। নেদারল্যান্ডস ও আফ্রিকার বেশ কিছু খামারে এর মধ্যেই পোকামাকড়ের চাষাবাদ শুরু হয়েছে।

খাদ্য বিষয়ক একটি পত্রিকার মতে, খাওয়ার মতো বাজারে পোকামাকড় বিক্রি হয়েছে ২০১৩ সালে ১২০ কোটি ডলারের মতো। এতে আরো বলা হয়, পোকামাকড়ের হয়তো অনেক দুর্নাম আছে, কিন্তু তাদের টিকে থাকার ক্ষমতার ফলে এই আলোচনার সৃষ্টি করেছে যে, আমাদের খাদ্যাভ্যাস কীভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়