শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: খুলনায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৮৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, মহানগরীর আটটি থানা এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা, ০২ বোতল ফেন্সিডিল ও ০১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এএসপি (জেলা বিশেষ শাখা) মো. আনিচুর রহমান বলেন, জেলা পুলিশের নিয়মিত অভিযানে মোট ০৪ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৫৯ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৮৭ পিচ ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মোট ০৩ টি মাদক মামলা রুজু করা হয়।