আসাদুজ্জামান সম্রাট : তিন দিন মুলতবির পর একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রোববার আবার শুরু বসছে। রোববার কয়েকটি সংসদীয় কমিটি গঠন ছাড়াও সংসদে দেয়া রাষ্ট্রপতির ভাষণের জন্য ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসে।
প্রথম দিনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও রাষ্ট্রপতি তার বর্ষশুরুর ভাষণ দেন। ওইদিন সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের নিয়মিত কার্যক্রম শুরু হবে। প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষনীয় নোটিস, পয়েন্ট অব অর্ডার ছাড়াও কার্যউপদেষ্টা কমিটি, সংসদ কমিটিসহ বেশ কয়েকটি কমিটি গঠন করা হবে। কার্যউপদেষ্টা কমিটি গঠিত না হওয়ায় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচি চূড়ান্ত করা সম্ভব হয়নি।
সংসদ কমিটি গঠনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য ফ্ল্যাট বরাদ্দ এবং অফিসের জন্য পুরোনো এমপি হোস্টেলে অফিস কক্ষ বরাদ্দ দেয়া হবে। সংসদ কমিটি সংসদ সদস্যদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো রোববার গঠিত নাও হতে পারে।