শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪০ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে খরস্রোতা ১৩টি নদী এখন মরা খাল

জাবের হোসেন: ঠাকুরগাঁও জেলা শহরের পাশ দিয়ে বয়ে গেছে টাংগন নদী। দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় নদ-নদীগুলো মরা খালে পরিণত হয়েছে। এক সময়ের খরস্রোতা নদী এখন বালুচর আর গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। নদীর নাব্য হারিয়ে জেলার বাকি ১২টি নদীও মরা খালে পরিণত হয়েছে। বেকার হয়ে পড়েছেন জেলেরা। এ সুযোগে দখল করে নদীর আশপাশে গড়ে তুলছে বসতি। এ অবস্থায় জলবায়ু রক্ষা ও পরিকল্পিতভাবে নদীগুলো খননের দাবি স্থানীয়দের। ঠাকুরগাঁও জেলায় টাংগন, শুক, সেনুয়া, নাগর, পাথরাজ, কুলিক ও তীরনইসহ ছোট বড় ১৩টি নদী রয়েছে। সময় টিভি

স্থানীয়রা জানান, হাজার হাজার মানুষ এই নদী থেকে মাছ ধরে জীবিকি নির্বাহ বরতো। মাটি কেটে নদী ভরাট করায় এখন আর মাছ- নদী কিছুই নেই। তারা আরো জানান, ড্রেজিং করলে নদী তার নাব্য ফিরে পাবে। এবং কৃষকদের সেচে সুবিধা হবে। এলাকার পরিবেশ ফিরে পাবে আগের রূপ। অবিলম্বে ভরাট নদীগুলো খননের উদ্যোগ নেয়ার আহ্বান জানায় সুজন।

ঠাকুরগাঁও সু-শাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ জানান, নদী দখল করে কেউ যেন ঘরবাড়ি নির্মাণ করতে না পারে, আবাদ করতে না পারে নদীর মধ্যে এ জিনিসটা দেখা দরকার। জেলা প্রশাসক জানান, সীমানা নির্ধারণের পর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নদী খননের কাজ শুরু করা হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড পীরগঞ্জ উপজেলার সুখ নদীর কাজ শুরু করেছে। পর্যায়ক্রমে অন্য সব নদীর খনন কাজের প্রক্রিয়া শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়