আরিফ জেবতিক
ট্রল করার আগে সাবধানে করবেন। আপনি যাকে ট্রল করেন, দেখা যাবে যে তিনি আসলে বড় কিছু।
এই যেমন সেফুদার কথাই ধরেন। উনার ‘মদ খা, মদ খা’ শুনে আপনারা তারে নিয়ে বিতলামি করেছেন। কিন্তু এক সাবেক এমপির আদরের পুত্রধন জোড়া খুনের মামলায় লঘু শাস্তি পেয়েছে। তার ফাঁসি হওয়ার কথা ছিলো, কিন্তু যেহেতু সে খুন করার আগে মদ খেয়েছিলো, তাই তার হয়েছে যাবজ্জীবন।
সুতরাং সেফুদাকে নিয়ে ট্রল করাটা কী ঠিক? এক গ্লাস মদ আপনার জীবন বাঁচাতে পারে। এক গ্লাস দুধ খেয়ে খুন করলে কী এই অ্যাডভান্টেজ হতো, ঠিকই ফাঁসি হয়ে যেতো। ফেসবুক থেকে