নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয়ে দুর্নীতি মামলার ভয় দেখিয়ে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে এক ক্ষুদে বার্তার মাধ্যমে র্যাব তথ্যটি নিশ্চিত করে। ক্ষুদেবার্তায় জানানো হয়েছে, রাজধানীর হাজারীবাগ থেকে তাদেরকে আটক করার সময় প্রতারণার কাজে ব্যবহৃত অনেকগুলো মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
তবে কবে বা কখন এ দু’জনকে আটক করা হয়েছে, সে ব্যাপারে কিছু জানায়নি র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান আটকের তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে বেলা ১১টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। চ্যানেল আই