লিয়ন মীর : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সাথে বিভিন্ন বিষয়ে দ্বিমত প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন (অব.) বললেন, নির্বাচন কমিশনে দ্বিমত পোষণ নতুন কিছু নয়, এটা অতীতে ছিলো, এখনো আছে। ভিন্নমত প্রকাশ করার জন্যই তো পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কিছু বললে সবাই সেটা মেনে নেবে, এমন তো কোনো কথা নেই। অন্যজন ভিন্নমত দিতেই পারে। এজন্যই পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তা না হলে তো এক সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হতো। এখানে পাঁচজনের মতামত নিয়ে একটা মত তৈরি করা হয়। প্রধান নির্বাচন কমিশন যেহেতু প্রকাশ্যে মতপ্রকাশ করেন, ঠিক তেমনি অন্যজনও প্রকাশ্যে একই বিষয়ে ভিন্নমত প্রকাশ করেন। এখানে দেখার বিষয় হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার যেটা বলছেন এটা কী কমিশনের মত, নাকি তাদের ব্যক্তিগত মত? যেহেতু যে যার মতো করে মত দিচ্ছেন, সেহেতু এটা কমিশনের মত নয়, তাদের ব্যক্তিগত মত।
তিনি আরো বলেন, বাংলাদেশে নির্বাচন কমিশনের নিয়োগের সময় থেকেই ত্রুটি দেখা যায়। ত্রুটিপূর্ণ বিতর্কিত নিয়োগের কারণে শুরু থেকেই বিভেদ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন একমত হতে পারছে না, প্রকাশ্যে দ্বিমত প্রকাশ করছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর অন্য কোনো দেশে নির্বাচন কমিশনের মধ্যে এমন বিভেদ দেখা যায় না। তারা ভালোকে ভালো বলে, মন্দকে মন্দ বলে। তবে ভারতে একবার নির্বাচন কমিশনের মধ্যে বিভেদ তৈরি হয়েছিলো এবং বিষয়টি আদালতে গড়িয়েছিলো। তাছাড়া অন্য কোনো দেশে এমনটা চোখে পড়ে না।