স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সফরটা একেবারেই ভালো যাচ্ছে না ইংলিশদের। ব্রিজটাউন টেস্টে লজ্জার হারের পর রুট বাহিনী অ্যান্টিগাতে সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু সেটা আর হলো কই! বরং প্রথম দিনেই ক্যারিবীয় পেস বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়েছে। কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও আলজারি জোসেফের গতির কাছে হার মেনে ১৮৭ রান তুলতেই হারিয়েছে সবকটি উইকেট। দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ৩০ রান তুলেছে।
ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে অ্যান্টিগাতে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল জো রুটরা। জোসেফ ও রোচের তোপে পড়ে ৭৮ রানেই হারায় টপ অর্ডারের সেরা পাঁচ ব্যাটসম্যানকে। তবে মঈন আলী ও জনি বেয়ারস্টোর অর্ধশকে ভর করে দেড়শ পেরুনো ইনিংস পায় ইংলিশ বাহিনী। তাছাড়া বেন ফোকস ৩৫ রান করায় ব্রিজটাউনের স্মৃতি ফিরে আসা থাকা রেহাই পায়। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মঈন আলী। ৫২ রান করেন জনি বেয়ারস্টো।
ইংলিশ শিবিরকে ধসিয়ে দেয়া ক্যারিবীয় পেস লাইনের নেতৃত্ব দেন কোমর রোচ। একাই চার ব্যাটসম্যানকে ফিরিয়েছেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে শ্যানন গ্যাব্রিয়েল শিকার করেন ৩টি উইকেট। আলজারি জোসেফ ২টি এবং দলনায়ক হোল্ডার একটি উইকেট নেন।
ইংল্যান্ডকে ধসিয়ে দিয়ে দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। ২১ ওভার বেশ দেখেশুনে খেলেন দুই ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট ও জন ক্যাম্পবেল। বিনা উইকেটে ৩০ রান তুলে দিন পার করেন এ দুজন। ব্রেথওয়েট ১১ এবং ক্যাম্পবেল ১৬ রানে অপরাজিত আছেন।