শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্বপ্নের বাংলাদেশ’ গড়া থেকে আমরা বহুদূরে, বললেন আব্দুল হক

মারুফুল আলম : জাপানিজ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এসোসিয়েশনের বিশেষ উপদেষ্টা আব্দুল হক বলেছেন, স্বপ্নের বাংলাদেশ গড়া থেকে আমরা এখনো বহুদূরে অবস্থান করছি। নিঃসন্দেহে আমরা ব্যর্থ হয়েছি। যে রকম রাষ্ট্র গড়ার জন্য জনগণ রক্ত দিলো, সে লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি।

শুক্রবার চ্যানেল আই’র তৃতীয় মাত্রায় তিনি আরো বলেন, নিয়মতান্ত্রিক সমাজ উন্নয়নের ব্যাপারগুলো বারবার উপেক্ষিত হয়েছে দেশে। এর বিপরীতে এক ভয়াবহ পাচার, সম্পদ-লুণ্ঠনসহ ভয়ঙ্কর সংস্কৃতি গড়ে ওঠেছে। এখানে যারা সম্পদশালী হচ্ছেন, তাদের সম্পদ অর্জিত নাকি অনার্জিত সে বিষেয়েও প্রশ্ন তোলেন তিনি।

বাংলাদেশে নতুন রকম একটি উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগে রাজনৈতিক দলগুলো সংঘাত, হরতাল, অবরোধ ইত্যাদি করতো, এখন সেরকম কিছু নেই। এটিকে এক ধরণের রাজনৈতিক পরিপক্কতা বলা যেতে পারে। ভয়াবহ পরাজয়ের পরও বিরোধীদল সে রকম কিছু করেনি। তবে এটি যদি বিরোধী দলের অসামর্থ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই একটি কর্তৃত্ববাদী সরকার ডেভেলপ করে যাচ্ছে, যা শংকার বিষয়।

অপরদিকে শেখ হাসিনা সরকার সব নিয়ন্ত্রণ করে একটি নির্বিকল্প অবস্থা তৈরি করেছেন, সেটি অভূতপূর্ব। কারণ, সামরিক বাহিনী বা অন্য কোন রাজনৈতিক দলের ইতিহাসে সেটি করতে পারেনি। তাঁর জন্য একটি বড় সুযোগ যে তিনিই দেখতে পারেন, কী দূর্বলতা রয়েছে বা কী নেই। কীভাবে আমরা উন্নতি করতে পারি। পদ্মাসেতুর মতো যেসব উন্নয়ন হচ্ছে সেগুলো কীভাবে সাসটেইন করতে পারি।

দেশে যে ভয়ঙ্কর রকমের অপরাধের সঙ্গে একটি গোষ্ঠী দাঁড়িয়ে গেছে। যারা প্রশাসনে বা পোষাকে আছে এবং যারা দূর্নীতিতে আকণ্ঠ ডুবে গেছে, এ অবস্থায় বিনিয়োগ আসবে কী না, সেটিও দেখার বিষয়, বললেন আব্দুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়