শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২২ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে দুই ডাকাত সদস্য আটক

এস এম সাব্বির, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতিকালে দ্বীন ইসলাম ওরফে দিনু (৪৫) ও বাশার ফকির (৪০) নামে দুই ডাকাতকে গণ পিটুনী দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার ভোর রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, বৃহম্পতিবার ভোর রাতে ৭-৮ জনের স্বশস্ত্র একদল ডাকাত দিকনগর গ্রামের আবুল কালাম হাওলাদের বাড়ীতে হানা দেয়। ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতি শুরু করে। এসময় তাদের চিৎকারে গ্রামবাসী টের পেয়ে বাড়ী ঘেরাও দিয়ে দুই ডাকাত সদস্যকে আটক করে। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

পরে আটককৃত দুই ডাকাত সদস্যকে গণপিটুনী দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতদের গ্রেফতার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ডাকাত সদস্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শৈলখোলা গ্রামের বাবুল শেখের ছেলে দ্বীন ইসলাম ওরফে দিনু ও একই গ্রামের এসকেন ফরিকের ছেলে বাশার ফকিরের নামে মুকসুদপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়