শিরোনাম
◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ◈ তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ ◈ খালেদা জিয়ার কন্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়েছে একটি চক্র (ভিডিও) ◈ জামায়াতসহ ইসলামপন্থি দলগুলো কি নির্বাচন প্রলম্বিত করতে চাইছে ◈ নেপালের বিরু‌দ্ধে দু‌টি আন্তর্জা‌তিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ চিঠিতে মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে: গভর্নর আহসান এইচ মনসুর ◈ এনসিপির নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম: দুর্ভোগ কমানোর বদলে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত ঠাকুরগাঁও প্রশাসন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২০ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেদি পাতার ১ বার ব্যবহারে সুস্থ থাকুন সবসময়! ব্যবহার পদ্ধতি সম্পর্কে জেনে নিন

কোনো উৎসব এলেই নারীরা সাজগোজের জন্য প্রথমেই বেছে নেন মেহেদী। উৎসবের রঙে রাঙ্গাতে মেহেদীর জুড়ি নেই। শুধু হাত আর নখ সাজাতেই নয়; চুল সুন্দর করতেও মেহেদী পাতার জুড়ি নেই। অন্তত মাসে একদিন মেহেদী পাতা দিয়ে চুলের পরিচর্যা করা উচিৎ। চুল উজ্জ্বল আর ঝলমলে করতে এবং খুশকি তাড়াতে মেহেদী পাতার কথা উল্লেখ না করলেই নয়।এবার মেহেদী পাতার ওষুধি কিছু গুনাগুণ জেনে নেয়া যাক-

১। পায়ের জ্বালাপোড়া রোধ: তাজা মেহেদী পাতা ভিনেগারে ভিজিয়ে এক জোড়া মোজার ভিতরে রেখে দিন। এবার এই মোজাটি পায়ে সারারাত পরে থাকুন। এটি পায়ের জ্বালাপোড়া অনেক কমে যাবে। ২। মুখের ঘাঁ ভাল করতে: এই মেহেদী দিয়ে তৈরি করে নিতে পারেন মাউথওয়াশ। মেহেদী পাতা গুঁড়ো পানিতে গুলিয়ে নিন। এবার এটি দিয়ে কুলকুচি করুন। এটি মুখের ঘাঁ দ্রুত ভালো করে এবং মুখ জীবাণুমুক্ত করে তোলে।

৩। মাথাব্যথা হ্রাস করতে: মেহেদী গাছের ফুল মাথা ব্যথা দূর করতে সাহায্য করে। মেহেদী গাছের ফুল পেস্ট করে এর সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। এটি কপালে অথবা ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। এছাড়া আপনি মেহেদীর পেস্টও ব্যবহার করতে পারেন। ৪। খুশকি দূর করতে: খুশকি চুলের সবচেয়ে বড় শত্রু। এই খুশকি দূর করতে মেহেদী বেশ কার্যকরী। সরিষা তেল, মেথি, মেহেদি পাতা সিদ্ধ একইসঙ্গে যোগ করে এটি চুলে ব্যবহার করুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু করুন। এটি খুশকি দূর করে চুলকে করে তুলবে ঝলমলে সুন্দর।

৫। ঘামাচির জ্বালাপোড়া রোধ করতে: মেহেদীর পেস্ট পিঠ, ঘাড় এবং ঘামাচি আক্রান্ত অন্যান্য স্থানে লাগান। এটি ঘামচির চুলকানি এবং জ্বালাপোড়া কমাতে সাহায্য করবে।৬। বাতের ব্যথা রোধে: বাত এবং বাতজনিত সব রকম ব্যথা দূর করতে মেহেদী তেল বেশ কার্যকর। ব্যথার স্থানে মেহেদী তেল ম্যাসাজ করে লাগিয়ে নিন। ভালো ফল পেতে কমপক্ষে এক মাস করুন ব্যবহার করুন এটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়