শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালের দুই ব্যাংক কর্মকর্তা এখনও বহাল তবিয়তে

বরিশাল প্রতিনিধি : বদলীর আদেশের ১৫দিন পরে এখনও বহাল তবিয়তে রয়েছে কৃষি ব্যাংকের জেলার দুই কর্মকর্তা। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে।

জানা গেছে, ব্যাংকের বাকেরগঞ্জ শাখার কর্মকর্তা (সেকেন্ড অফিসার) মনিরুজ্জামান সোহাগকে অতিসম্প্রতি একই ব্যাংকের সুখীনীলগঞ্জ শাখার ম্যানেজার ইমাম হোসেন কর্তৃক প্রকাশ্যে ব্যাংক কার্যালয়ে লাঞ্ছিত করে বহিরাগত সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে।

এ ঘটনায় কৃষি ব্যাংকের বিভাগীয় সহকারী মহাব্যবস্থাপক বিশ্বাস মুহাম্মদ রুহুল আমিন ও উর্ধ্বতন মূখ্য কর্মকর্তা আব্দুল কাদের গত ১৭ জানুয়ারি স্বাক্ষরিত নথিতে ওই দুই কর্মকর্তাকে বদলির আদেশ জারী করেন। এতে সুখীনীলগঞ্জ শাখার ম্যানেজার ইমাম হোসেনকে জেলার মৌলাভীরহাট শাখায় ও বাকেরগঞ্জ শাখার (সেকেন্ড অফিসার) মনিরুজ্জামান সোহাগকে বাবুগঞ্জ শাখায় একই পদে বদলি করা হয়। বদলীর আদেশের পরেও বহাল তবিয়তে ওই দুই ব্যাংক কর্মকর্তা পূর্বের কর্মস্থলেই কর্মরত রয়েছেন।

এ ব্যাপারে কৃষি ব্যাংক বিভাগীয় মূখ্য আঞ্চলিক কর্মকর্তা ইউসুফ আলী জানান, দুই কর্মকর্তাকেই সাময়িকভাবে বদলী করা হয়েছে এবং দুই জনকেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। বদলীর করার পরেও পূর্বের কর্মস্থলে যোগদান না করার ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়