শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালের দুই ব্যাংক কর্মকর্তা এখনও বহাল তবিয়তে

বরিশাল প্রতিনিধি : বদলীর আদেশের ১৫দিন পরে এখনও বহাল তবিয়তে রয়েছে কৃষি ব্যাংকের জেলার দুই কর্মকর্তা। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে।

জানা গেছে, ব্যাংকের বাকেরগঞ্জ শাখার কর্মকর্তা (সেকেন্ড অফিসার) মনিরুজ্জামান সোহাগকে অতিসম্প্রতি একই ব্যাংকের সুখীনীলগঞ্জ শাখার ম্যানেজার ইমাম হোসেন কর্তৃক প্রকাশ্যে ব্যাংক কার্যালয়ে লাঞ্ছিত করে বহিরাগত সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে।

এ ঘটনায় কৃষি ব্যাংকের বিভাগীয় সহকারী মহাব্যবস্থাপক বিশ্বাস মুহাম্মদ রুহুল আমিন ও উর্ধ্বতন মূখ্য কর্মকর্তা আব্দুল কাদের গত ১৭ জানুয়ারি স্বাক্ষরিত নথিতে ওই দুই কর্মকর্তাকে বদলির আদেশ জারী করেন। এতে সুখীনীলগঞ্জ শাখার ম্যানেজার ইমাম হোসেনকে জেলার মৌলাভীরহাট শাখায় ও বাকেরগঞ্জ শাখার (সেকেন্ড অফিসার) মনিরুজ্জামান সোহাগকে বাবুগঞ্জ শাখায় একই পদে বদলি করা হয়। বদলীর আদেশের পরেও বহাল তবিয়তে ওই দুই ব্যাংক কর্মকর্তা পূর্বের কর্মস্থলেই কর্মরত রয়েছেন।

এ ব্যাপারে কৃষি ব্যাংক বিভাগীয় মূখ্য আঞ্চলিক কর্মকর্তা ইউসুফ আলী জানান, দুই কর্মকর্তাকেই সাময়িকভাবে বদলী করা হয়েছে এবং দুই জনকেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। বদলীর করার পরেও পূর্বের কর্মস্থলে যোগদান না করার ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়