শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালের দুই ব্যাংক কর্মকর্তা এখনও বহাল তবিয়তে

বরিশাল প্রতিনিধি : বদলীর আদেশের ১৫দিন পরে এখনও বহাল তবিয়তে রয়েছে কৃষি ব্যাংকের জেলার দুই কর্মকর্তা। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে।

জানা গেছে, ব্যাংকের বাকেরগঞ্জ শাখার কর্মকর্তা (সেকেন্ড অফিসার) মনিরুজ্জামান সোহাগকে অতিসম্প্রতি একই ব্যাংকের সুখীনীলগঞ্জ শাখার ম্যানেজার ইমাম হোসেন কর্তৃক প্রকাশ্যে ব্যাংক কার্যালয়ে লাঞ্ছিত করে বহিরাগত সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে।

এ ঘটনায় কৃষি ব্যাংকের বিভাগীয় সহকারী মহাব্যবস্থাপক বিশ্বাস মুহাম্মদ রুহুল আমিন ও উর্ধ্বতন মূখ্য কর্মকর্তা আব্দুল কাদের গত ১৭ জানুয়ারি স্বাক্ষরিত নথিতে ওই দুই কর্মকর্তাকে বদলির আদেশ জারী করেন। এতে সুখীনীলগঞ্জ শাখার ম্যানেজার ইমাম হোসেনকে জেলার মৌলাভীরহাট শাখায় ও বাকেরগঞ্জ শাখার (সেকেন্ড অফিসার) মনিরুজ্জামান সোহাগকে বাবুগঞ্জ শাখায় একই পদে বদলি করা হয়। বদলীর আদেশের পরেও বহাল তবিয়তে ওই দুই ব্যাংক কর্মকর্তা পূর্বের কর্মস্থলেই কর্মরত রয়েছেন।

এ ব্যাপারে কৃষি ব্যাংক বিভাগীয় মূখ্য আঞ্চলিক কর্মকর্তা ইউসুফ আলী জানান, দুই কর্মকর্তাকেই সাময়িকভাবে বদলী করা হয়েছে এবং দুই জনকেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। বদলীর করার পরেও পূর্বের কর্মস্থলে যোগদান না করার ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়