জয়নুল হক, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এই সংগঠনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এবং চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বজলুর রশীদ খান, ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফারাজী এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান।
দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সকালে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে, পরবর্তীতে কেন্দ্রীয় মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উল্লেখ্য আগামীকাল শান্ত চত্বরে রয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক,গান,নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এসময় সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দারের নির্দেশনায় মেয়েদের উচ্চশিক্ষা ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নাটক মঞ্চস্থ হয়। নাটকে অভিনয় করেন সাজ্জাদ,নবাব,সাকিব,রাতুল,ছড়া,তিথলী, রহমান প্রমুখ।