তরিকুল সুমন: একাদশ জাতীয় সংসদের প্রথম দিনেই নিয়ম অনুযায়ী পাঁচ সদস্যের সভাপতিমন্ডলী মনোনয়ন দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরা হলেন- আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, ফখরুল ইমাম এবং সাগুফতা ইয়াসমিন। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ অধিবেশন পরিচালনা করবেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হয়। এই নির্বাচনে ২৯৯ টি আসনের মধ্যে আওয়ামী লীগ একাই জয়ী হয় ২৫৮ টিতে। ২২ টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। দশম জাতীয় সংসদে এই দলটি ৩৪ টি আসন নিয়ে প্রধান বিরোধীদলের আসনে বসেছিলো।