শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৩:০০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশেদ খান মেনন বললেন, দেশের মানুষের মাথাপিছু আয় এখন ১৭৫২ ডলার

রফিক আহমেদ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এখন বুঝতে হবে যে পৃথিবীটা কেবল পাল্টে যায় নাই, বাংলাদেশও পাল্টিয়েছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ১৭৫২ ডলার। জাতীয় প্রবৃদ্ধি আটের কোটার কাছে। সোমবার ঢাকার আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মেনন একথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, অধিক হারে জিপিএ-৫ তৈরি করা নয়, আইডিয়াল স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অধিকহারে মহাকাশ বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষার্থী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তৈরির দিকে নজর দিতে হবে।

স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের দাতা সদস্য আওয়ামী লীগ নেতা গোলাম আশরাফ তালুকদার ও অধ্যক্ষ ড. শাহানারা প্রমুখ।

মেনন আরো বলেন, তৈরি পোশাক, কৃষিপণ্য ও মৎস্যসহ বিভিন্ন ক্ষেত্রেই বাংলাদেশ এখন পৃথিবীর এক দুই নম্বরের মধ্যে রয়েছে। এই বদলে যাওয়া পৃথিবীর উপযুক্ত নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীর মানদন্ড কাঠামো আধুনিক করতে হবে। অতীতের গন্ডির মধ্যে চিন্তা করলে চলবে না। এটা তথ্য প্রযুক্তির যুগ।

ছাত্রদের চাইতে শিক্ষকদের সকল ক্ষেত্রেই এগিয়ে থাকতে হবে। অনুষ্ঠানে ১১ জন ছাত্রীকে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ পুরষ্কার প্রদান করেন রাশেদ খান মেনন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়