শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৩:০০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশেদ খান মেনন বললেন, দেশের মানুষের মাথাপিছু আয় এখন ১৭৫২ ডলার

রফিক আহমেদ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এখন বুঝতে হবে যে পৃথিবীটা কেবল পাল্টে যায় নাই, বাংলাদেশও পাল্টিয়েছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ১৭৫২ ডলার। জাতীয় প্রবৃদ্ধি আটের কোটার কাছে। সোমবার ঢাকার আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মেনন একথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, অধিক হারে জিপিএ-৫ তৈরি করা নয়, আইডিয়াল স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অধিকহারে মহাকাশ বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষার্থী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তৈরির দিকে নজর দিতে হবে।

স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের দাতা সদস্য আওয়ামী লীগ নেতা গোলাম আশরাফ তালুকদার ও অধ্যক্ষ ড. শাহানারা প্রমুখ।

মেনন আরো বলেন, তৈরি পোশাক, কৃষিপণ্য ও মৎস্যসহ বিভিন্ন ক্ষেত্রেই বাংলাদেশ এখন পৃথিবীর এক দুই নম্বরের মধ্যে রয়েছে। এই বদলে যাওয়া পৃথিবীর উপযুক্ত নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীর মানদন্ড কাঠামো আধুনিক করতে হবে। অতীতের গন্ডির মধ্যে চিন্তা করলে চলবে না। এটা তথ্য প্রযুক্তির যুগ।

ছাত্রদের চাইতে শিক্ষকদের সকল ক্ষেত্রেই এগিয়ে থাকতে হবে। অনুষ্ঠানে ১১ জন ছাত্রীকে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ পুরষ্কার প্রদান করেন রাশেদ খান মেনন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়