শিরোনাম
◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৮:৫৫ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের নির্বাচনের ফলাফল চীন আগেই অনুমান করতে পারছিলো: ড. খলিল উর রহমান

রবিন আকরাম: বাংলাদেশে নির্বাচনের ফল কী হতে যাচ্ছে, তা চীন আগেভাগেই অনুমান করতে পারছিলো বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের নির্বাহী দপ্তরের অর্থনৈতিক, সামাজিক ও উন্নয়নবিষয়ক সাবেক প্রধান ড. খলিল উর রহমান।

সোমবার  প্রথম আলো ড. খলিল উর রহমানের লেখাটি অনুবাদ করে।

ড. খলিল উর রহমান লিখেছেন, বাংলাদেশের নির্বাচনের ফলের প্রতি চীনের যে অকুণ্ঠ সমর্থন রয়েছে, তা ভোটের পরপরই পরিষ্কার হয়ে গেছে। ভোটের পরপরই নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়ার জন্য শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেছিয়াং স্বাগত জানান। তাদের তড়িঘড়ি দেখে মনে হচ্ছিল শেখ হাসিনাকে অভিনন্দন জানানো নিয়ে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন।

‘ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু নির্বাচনের পরের দিনই প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বার্তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যান এবং সেখানে বঙ্গবন্ধুকে তিনি ‘মহান বিশ্বনেতা’ হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রদূত ঝ্যাং জু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শুভেচ্ছা উপহার হিসেবে যে নৌকার মডেলটি তুলে দিয়েছেন, সেটি নিশ্চিতভাবেই বলা যায় রাতারাতি বানানো ছিল না। এতে বোঝা যায়, নির্বাচনের ফল কী হতে যাচ্ছে, তা চীন আগেভাগেই অনুমান করতে পারছিল। চীন নির্বাচনের আগে থেকেই বাংলাদেশে সামাজিক-অর্থনৈতিক স্থিতিশীলতার পক্ষে কথা বলে যাচ্ছিল।

‘ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রায় সব আসন এমনভাবে করায়ত্ত করেছে, যা দেখে মনে হয়, যেন চীন যে উন্নয়ন মডেলের পক্ষে কথা বলে থাকে, আওয়ামী লীগ সরকার সেই মডেলকে গ্রহণ করে নিয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়