শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৮:৫৫ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের নির্বাচনের ফলাফল চীন আগেই অনুমান করতে পারছিলো: ড. খলিল উর রহমান

রবিন আকরাম: বাংলাদেশে নির্বাচনের ফল কী হতে যাচ্ছে, তা চীন আগেভাগেই অনুমান করতে পারছিলো বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের নির্বাহী দপ্তরের অর্থনৈতিক, সামাজিক ও উন্নয়নবিষয়ক সাবেক প্রধান ড. খলিল উর রহমান।

সোমবার  প্রথম আলো ড. খলিল উর রহমানের লেখাটি অনুবাদ করে।

ড. খলিল উর রহমান লিখেছেন, বাংলাদেশের নির্বাচনের ফলের প্রতি চীনের যে অকুণ্ঠ সমর্থন রয়েছে, তা ভোটের পরপরই পরিষ্কার হয়ে গেছে। ভোটের পরপরই নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়ার জন্য শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেছিয়াং স্বাগত জানান। তাদের তড়িঘড়ি দেখে মনে হচ্ছিল শেখ হাসিনাকে অভিনন্দন জানানো নিয়ে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন।

‘ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু নির্বাচনের পরের দিনই প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বার্তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যান এবং সেখানে বঙ্গবন্ধুকে তিনি ‘মহান বিশ্বনেতা’ হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রদূত ঝ্যাং জু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শুভেচ্ছা উপহার হিসেবে যে নৌকার মডেলটি তুলে দিয়েছেন, সেটি নিশ্চিতভাবেই বলা যায় রাতারাতি বানানো ছিল না। এতে বোঝা যায়, নির্বাচনের ফল কী হতে যাচ্ছে, তা চীন আগেভাগেই অনুমান করতে পারছিল। চীন নির্বাচনের আগে থেকেই বাংলাদেশে সামাজিক-অর্থনৈতিক স্থিতিশীলতার পক্ষে কথা বলে যাচ্ছিল।

‘ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রায় সব আসন এমনভাবে করায়ত্ত করেছে, যা দেখে মনে হয়, যেন চীন যে উন্নয়ন মডেলের পক্ষে কথা বলে থাকে, আওয়ামী লীগ সরকার সেই মডেলকে গ্রহণ করে নিয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়