শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫৯ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিপাইনে গির্জায় বোমা হামলা, নিহত ২১

আল-আমিন : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের এক গির্জায় প্রার্থনা চলার সময় পরার দুটি বোমা হামলার ঘটনায়  ২১ নিহত হয়েছে এবং প্রায় ৭১ জন আহত হয়েছেন।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, গত সপ্তাহে অঞ্চলটিতে স্বায়ত্তশাসন প্রশ্নে গণভোটের আয়োজন করা হয়েছিল। দেশটির সুলু প্রদেশের জোলো নামক এলাকায় অবস্থিত ওই ক্যাথেড্রালের ভেতরে প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

এরপরই, ক্যাথেড্রালের বাইরে গাড়ি পার্কিং করে রাখার স্থানে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় তাতে  সামরিক ও বেসামরিক লোকজন নিহত হন।

গণভোটে জয়ের পর গত শুক্রবার ক্যাথলিক খ্রিস্টান প্রধান ফিলিপাইনের এই অঞ্চলটি আগামী ২০২২ সাল পর্যন্ত স্বায়ত্তশাসনের পরিকল্পনা গ্রহণ করে।

ওই গণভোটে প্রায় ৮৫ শতাংশ ভোটার ‘বাংসামোরো’ নামক স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিলেও অল্প যে কয়েকটি এলাকা স্বায়ত্তশাসন প্রত্যাখ্যান করেছে সুলু তার মধ্যে অন্যতম।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা এ হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে স্থানীয় জনগণকে ‘সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করে বিজয়ী’ হওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তবে এই হামলার ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে জানান পুলিশ কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়