লিহান লিমা: নাইজেরিয়ার জাতীয় নির্বাচনের প্রাক্কালে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি প্রধান বিচারক ওয়াল্টার অনোজিয়েনকে বরখাস্ত করেছেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ভয়েস অব আমেরিকা
নির্বাচনী নজরদারি মিশন জানায়,তাঁকে বরখাস্ত করার পর নাইজেরিয়ার জনগণ এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে ওয়াল্টার বিতর্কিত ফলাফল সম্পর্কে রায় দিতে পারতেন। অভিযোগ উঠেছে, তাঁকেই বিচার বিভাগের সঙ্গে কোনো শলা-পরামর্শ ছাড়া তড়িৎ বরখাস্ত করা হয়।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট বুহারি প্রেসিডেন্ট পদের জন্য দ্বিতীয় বার লড়ছেন। বিরোধী দল ঘোষণা করেছে প্রধান বিচারককে বরখাস্ত করার সিদ্ধান্তের প্রতি প্রতিবাদ জানিয়ে ৭২ ঘন্টার জন্য তারা নির্বাচনী প্রচারণা বন্ধ রাখবে