শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫১ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চা’য়ের আমন্ত্রণে গণভবনে গেলে সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: মেজর হাফিজ (ভিডিও)

সাজিয়া আক্তার : ঐক্যফ্রন্টের নেতাদের চা-চক্রের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ০২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় ও এই আমন্ত্রণ জানানো হয়। শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি গণফোরাম অফিসে পাঠানো হয়েছে। তবে, প্রধানমন্ত্রীর চা’য়ের দাওয়াতে গেলে নেতাকর্মীদের অবমাননা করা হবে মনে করেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ।

এসময় তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ওপর যে অত্যাচার, নির্যাতন এরপরে যদি চা খেতে যায়, তবে আমি মনে করি এটা বিএনপির নেতাকর্মীদের ওপর চরম অবমাননা।’

তিনি আরো বলেন, ‘বিএনপিকে আগামী দিনগুলির জন্য এখনই পরিকল্পনা করে আগাতে হবে। আর এ ধরনের চায়ের দাওয়াত, কারো কারো আবার জুসের প্রতি লোভ আছে, এ চা- জুস খাওয়া বাদ দিয়ে নিজের কর্মীদের দিকে তাকিয়ে পরবর্তী কর্মসূচিতে এগিয়ে যেতে হবে।’

চা’য়ের আমন্ত্রণে গেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না বলেও মনে করেন এই বিএনপি নেতা।

মেজর হাফিজ বলেন, ‘চা’য়ের আমন্ত্রণে গেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। তখন তারা পুরো বিশ্বকে দেখাতে পারবেন যে তাদের সঙ্গে সবাই কো-অপারেটিভ।’

সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়