শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫১ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চা’য়ের আমন্ত্রণে গণভবনে গেলে সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: মেজর হাফিজ (ভিডিও)

সাজিয়া আক্তার : ঐক্যফ্রন্টের নেতাদের চা-চক্রের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ০২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় ও এই আমন্ত্রণ জানানো হয়। শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি গণফোরাম অফিসে পাঠানো হয়েছে। তবে, প্রধানমন্ত্রীর চা’য়ের দাওয়াতে গেলে নেতাকর্মীদের অবমাননা করা হবে মনে করেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ।

এসময় তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ওপর যে অত্যাচার, নির্যাতন এরপরে যদি চা খেতে যায়, তবে আমি মনে করি এটা বিএনপির নেতাকর্মীদের ওপর চরম অবমাননা।’

তিনি আরো বলেন, ‘বিএনপিকে আগামী দিনগুলির জন্য এখনই পরিকল্পনা করে আগাতে হবে। আর এ ধরনের চায়ের দাওয়াত, কারো কারো আবার জুসের প্রতি লোভ আছে, এ চা- জুস খাওয়া বাদ দিয়ে নিজের কর্মীদের দিকে তাকিয়ে পরবর্তী কর্মসূচিতে এগিয়ে যেতে হবে।’

চা’য়ের আমন্ত্রণে গেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না বলেও মনে করেন এই বিএনপি নেতা।

মেজর হাফিজ বলেন, ‘চা’য়ের আমন্ত্রণে গেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। তখন তারা পুরো বিশ্বকে দেখাতে পারবেন যে তাদের সঙ্গে সবাই কো-অপারেটিভ।’

সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়