শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষে ওঠার বারুদে লড়াইয়ে সোমবার ঢাকা-রংপুর মুখোমুখি

আশরাফ রাসেল : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে খুলনা টাইটান্সের। ১০ ম্যাচে মাত্র ২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার শেষে রয়েছে দলটি, তাই এবার শেষটা ভালোর জন্য আজ মাঠে নামবে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে খুলনার প্রতিপক্ষ শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত ৮টি ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে কুমিল্লা। আজ ম্যাচটি জিততে পারলে প্লে-অফে যাওয়ার পথ আরও সুগম হবে তাদের। সুতরাং সেই লক্ষ্য নিয়েই খেলতে নামবে তামিম, ইমরুলরা।

তার ওপর ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছিলো কুমিল্লা। ফলে আত্মবিশ্বাসের দিক থেকেও বেশ এগিয়ে থাকছে তারা। অবশ্য জ্বলে উঠতে দেখা যেতে পারে সিলেট সিক্সার্সের বিপক্ষে শেষ ম্যাচে ৫৮ রানে পরাজিত হওয়া খুলনাকেও।

সিলেটের কাছে পরাজিত হওয়ার পর অধিনায়ক মাহমুদুউল্লাহ জানান ভালো খেলার এখনো আমাদের ইচ্ছে রয়েছে, আমাদের এখনও দুটি ম্যাচ রয়েছে, আশা করি আমরা সেই ম্যাচগুলো জিততে পারবো। দল এবং ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো খেলতে পারবো আশা করি।

অন্যদিকে এবারের বিপিএলের দুই পরাশক্তি ঢাকা ডাইনামাইটস ও রংপুর রাইডার্স। যে যার জায়গায় অনেক শক্ত অবস্থানে আছে। ঢাকা-রংপুরের ম্যাচ মানেই হাই ভোল্টেজের ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবেন সাকিব ও মাশরাফি।

বিপিএলের এবারের আসরের শুরু থেকেই সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস খুব ছন্দে রয়েছে। প্রথম থেকে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিলো তারা। আট ম্যাচের পাঁচটিতে জয় এবং তিনটিতে হার। দশ পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ডায়নামাইটস। রংপুরের সাথে তারা জয় পেলে আবারও শীর্ষ অবস্থানেই থাকবেন সাকিব বাহিনী।

বিপিএলে বেশ চমক দেখাতে শুরু করেছে মাশরাফির রংপুর। ডি ভিলিয়ার্স, রাইলি রুশো ও অ্যালেক্স হেলসসহ ফর্মে রয়েছেন দলের সব খেলোয়াড়রা। রাইডার্সরা নিজেদের নয় ম্যাচের পাঁচটিতে জয় পেলেও হারে চারটি ম্যাচ। পয়েন্ট টেবিলে উঠা-নামা অবস্থা থাকলেও এবার তিন নাম্বার অবস্থানে রয়েছে মাশরাফির দল। ঢাকাকে হারালে তারাও চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। শীর্ষস্থানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে মাশরাফি বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়